Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন মোল্লা হাসান আখুন্দ

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের প্রধানমন্ত্রী হতে পারেন মোল্লা হাসান আখুন্দ

অপেক্ষাকৃত কম পরিচিত তালেবান নেতা মোল্লা মুহম্মদ হাসান আখুন্দ হতে পারেন আফগানিস্তানের নতুন প্রধানমন্ত্রী। এমনটি জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় থাকা মোল্লা মুহম্মদ হাসান আখুন্দ পাকিস্তানের বেলুচিস্তানে গঠিত তালেবান ‘কোয়েটা সুরা’র নেতৃত্বে ছিলেন। তাঁকে ২০১০ সালে পাকিস্তানে গ্রেপ্তার করা হয়েছিল। 

জানা গেছে, তালেবানের সঙ্গে হাক্কানি নেটওয়ার্কের মতবিরোধের কারণেই এখনো আফগানিস্তান সরকার গঠন করা যায়নি। আর এরপরই অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ তালেবান নেতাকে আফগানিস্তানের প্রধানমন্ত্রীর দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

একাধিক সূত্রের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, তালেবানের প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের ছেলে মোল্লা ইয়াকুব এবং সংগঠনটির সহপ্রতিষ্ঠাতা মোল্লা আবদুল গনি বারাদার মোল্লা আখুন্দের সহকারী হিসেবে থাকবেন। এ ছাড়া হাক্কানি নেটওয়ার্কের গুরুত্বপূর্ণ নেতা সিরাজ হাক্কানিকে দেওয়া হতে পারে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব।

জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় তাঁরও নাম রয়েছে। 

তবে আফগানিস্তানের সর্বোচ্চ নেতা হবেন হাইবাতুল্লাহ আখুন্দজাদা।  আখুন্দজাদার ঘনিষ্ঠতম সহযোগী হিসেবে পরিচিত হাসান আখুন্দ তালেবানের শাসনামলে মন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি তালেবানের নেতৃত্ব পরিষদ ‘রেহবারি সুরা’রও প্রধান ছিলেন। 

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে

দালাই লামা জানালেন—তাঁর পরবর্তী পুনর্জন্ম হবে চীনের বাইরে

যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় মুসলিম নারীর ৩ বছর কারাদণ্ড