হোম > বিশ্ব > এশিয়া

নেপালে উড্ডয়নকালে বিমান বিধ্বস্ত, ১৮ মরদেহ উদ্ধার 

নেপালের রাজধানী কাঠমান্ডুতে উড্ডয়নকালে একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে যাত্রী, ক্রুসহ অন্তত ১৯ জন আরোহী ছিলেন। এর মধ্যে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বুধবার সকালে উড্ডয়নের সময় বিমানটি বিধ্বস্ত হয়। বিমানটি দেশটির বেসরকারি প্রতিষ্ঠান সূর্য এয়ারলাইনসের। এ ঘটনায় ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে এবং বিমানটির ক্যাপটেনকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র সুবাস ঝা বলেন, পোখারাগামী বিমানটি বিমানবন্দরের রানওয়েতে উড্ডয়নের সময় ঝামেলার সম্মুখীন হওয়ায় সেখানেই বিধ্বস্ত হয়। তিনি বলেন, ‘বিমানটিতে যাত্রী, ক্রুসহ অন্তত ১৯ জন আরোহী ছিলেন। প্রাথমিক তথ্যানুসারে, দুর্ঘটনাস্থল থেকে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।’ 

সুবাস ঝা জানিয়েছেন, বিমানটির আহত ক্যাপটেনের নাম এম আর শাক্য। তাঁকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। 

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমনাটি বিমানবন্দরের দক্ষিণাভিমুখী (কোটেশ্বরের দিকে) একটি রানওয়ে থেকে উড্ডয়ন করছিল। এ সময় হঠাৎ করে বিমানটি এক পাশের ডানা কাত হয়ে রানওয়ের সঙ্গে ঘষা খায়। এতে মুহূর্তেই আগুন ধরে যায় বিমানটিতে। এরপর চলতে চলতে বিমানটি রানওয়ের পূর্ব পাশের একটি খাদে পড়ে যায়। 

দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে ঘন ধোঁয়া দেখা দেয়। খবর পেয়ে স্থানীয় পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুতই পৌঁছে যায়।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!