Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

নেপালে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প, আহত ১১

অনলাইন ডেস্ক

নেপালে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প, আহত ১১

হিমালয়ের পাদদেশের দেশ নেপালে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে ১১ জন আহত হয়েছেন। এই ভূমিকম্পে দেশটির পশ্চিমাঞ্চলের একটি জেলায় ভূমিধস ও অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে সেখানকার প্রধান একটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নেপালের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা রমা আচার্য ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ভারত-সীমান্ত লাগোয়া নেপালের বাঝাং জেলায় ৬ দশমিক ৩ ও ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্পের পর ভূমিধস হয়েছে। এতে দক্ষিণাঞ্চলের একটি মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে।

দেশটির তালকোট ও চানপুরের ভূগর্ভে উৎপত্তি হওয়া এই জোড়া ভূমিকম্পের আঘাত হানার ব্যবধান ছিল প্রায় ৩০ মিনিট। 

নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলেছে, মঙ্গলবার নেপালের বাঝাং জেলায় ৬ দশমিক ৩ এবং ৫ দশমিক ৩ মাত্রার দুটি ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তি হয়েছে ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ ও ৫ কিলোমিটার ভূগর্ভে।

নেপালের ভূমিকম্পে ভারতের রাজধানী নয়াদিল্লি ছাড়াও দেশটির উত্তরাঞ্চলও কেঁপে উঠেছে। দিল্লিতে লোকজনকে বাড়িঘর ও অফিস থেকে রাস্তাঘাটে বেরিয়ে আসতে দেখা যায়। তবে ভূমিকম্পে ভারতে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের তথ্য পাওয়া যায়নি।

নেপালের পুলিশ কর্মকর্তা ভারত বাহাদুর শাহ বলেন, ভূমিকম্পে সাত নারী ও চারজন পুরুষ আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তিনি বলেন, ভূমিকম্পের ফলে সৃষ্ট আরেকটি ভূমিধসে একজন নারী নিখোঁজ রয়েছেন।

বাঝায় জেলার শীর্ষ কর্মকর্তা নারায়ণ পান্ডে বলেছেন, আহতদের মধ্যে একজন ভূমিকম্পের সময় পড়ে যাওয়া বস্তুর আঘাতে জখম হয়েছেন বলে জানিয়েছেন। জেলার চানপুরে কয়েকটি বাড়ি ধসে পড়েছে।

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার