হোম > বিশ্ব > এশিয়া

সংসদে বক্তৃতা দেওয়ার সময় হার্ট অ্যাটাক করে মারা গেলেন তুর্কি এমপি

তুরস্কে সংসদে বক্তৃতা দেওয়ার সময় হার্ট অ্যাটাক করে মারা গেছেন তুর্কি বিরোধী দলীয় নেতা হাসান বিতমেজ। গতকাল বৃহস্পতিবার ৫৪ বছর বয়সী এ সংসদ সদস্যের মৃত্যু হয়। এর দুই দিন আগে সংসদে এক বক্তৃতায় ইসরায়েলের প্রতি সরকারের নীতি নিয়ে সমালোচনা করার সময় হার্ট অ্যাটাক করে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। 

তুরস্কের স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা সাংবাদিকদের বলেন, বিরোধী ফেলিসিটি (সাদেত) পার্টির সংসদ সদস্য হাসান বিতমেজ আঙ্কারা হাসপাতালে মারা গেছেন।  

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেন হাসান। তিনি সেন্টার ফর ইসলামিক ইউনিয়ন রিসার্চের চেয়ারম্যান ছিলেন এবং এর আগেও তিনি বিভিন্ন বেসরকারি ইসলামি সংগঠনের হয়ে কাজ করেছেন। তাঁর স্ত্রী ও এক সন্তান রয়েছে। 

সংসদের সম্প্রচারে দেখা যায়, গত মঙ্গলবার (১২ ডিসেম্বর) সংসদের সাধারণ অধিবেশনের সামনে পোডিয়ামে দাঁড়িয়ে থাকার সময় হাসান পড়ে যান।

তিনি গাজা–ইসরায়েল যুদ্ধের মধ্যেও ইসরায়েলের সঙ্গে তুরস্কের বাণিজ্য চালিয়ে যাওয়া নিয়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের একে পার্টির (একেপি) সমালোচনা করেন। যদিও এরদোয়ান সরকার ইসরায়েলের সামরিক বাহিনীর বোমা হামলার তীব্র নিন্দা জানিয়ে আসছে।

হাসান পোডিয়ামে ব্যানার নিয়ে বক্তৃতায় প্রেসিডেন্টকে উদ্দেশ করে বলেন, ‘আপনি ইসরায়েলে জাহাজ যাওয়ার অনুমতি দেন ও নির্লজ্জভাবে একে বাণিজ্য বলেন...আপনি ইসরায়েলের সহযোগী।’ ব্যানারে লেখা ছিল, ‘খুনি ইসরায়েল; সহযোগী একেপি’। 

২০২৪ সালের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের বাজেট নিয়ে বিতর্কের বিষয়ে তিনি আইনপ্রণেতাদের বলেন, ‘আপনার হাতে ফিলিস্তিনিদের রক্ত লেগে আছে, আপনারা সহযোগী। ইসরায়েলের গাজায় নিক্ষেপ করা প্রত্যেক বোমার পেছনে আপনাদেরও অংশগ্রহণ আছে।’  

বক্তৃতা শেষ করার পরই হাসান হঠাৎ করে পেছনের দিকে মেঝেতে পড়ে যান। অন্য সংসদ সদস্যরা দৌড়ে তাঁকে সাহায্য করতে যান।   

স্বাস্থ্যমন্ত্রী ফাহরেত্তিন কোচা বলেন, হাসপাতালে নেওয়ার পর এনজিওগ্রাফিতে দেখা যায়, তাঁর হৃৎপিণ্ডের দুটি মূল ধমনিই সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!