হোম > বিশ্ব > এশিয়া

তালেবানকে ইউরোপীয় ইউনিয়নের হুমকি 

অনলাইন ডেস্ক

সহিংসতার মাধ্যমে আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবান রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আন্তর্জাতিক সম্প্রদায় তাদের সমর্থন দেবে না বলে সতর্ক করে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায় থেকে তালেবান সরকারকে বিচ্ছিন্ন করে রাখার হুমকিও দিয়েছে ইউরোপের এই রাজনৈতিক জোট। একটি বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে এমনটি বলা হয়। 

একটি বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিভাগের প্রধান জোসেপ বোরেল বলেন, যদি তালেবান আবারও আফগানিস্তানের ক্ষমতায় আসে তাহলে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে না এবং বিচ্ছিন্ন করে রাখা হবে। ইউরোপীয় ইউনিয়নের লক্ষ্য আফগান জনগণকে সমর্থন করা। 

আফগানিস্তানে চলমান সহিংসতা অবিলম্বে বন্ধেরও আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। 

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তালেবান এখন আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বেশির ভাগ এলাকা দখলে নিয়েছে। দেশটির আঞ্চলিক রাজধানীর এক-তৃতীয়াংশ এখন বিদ্রোহী গোষ্ঠীটির দখলে রয়েছে। 

এর আগে গত বুধবার মার্কিন গোয়েন্দাদের উদ্ধৃতি দিয়ে দেশটির একজন প্রতিরক্ষা কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, আফগানিস্তানের রাজধানী কাবুলকে ৩০ দিনে বিচ্ছিন্ন এবং ৯০ দিনের মধ্যে দখলে নিতে পারে বিদ্রোহী সশস্ত্র গোষ্ঠী তালেবান। 

নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা বলেন, মার্কিন নেতৃত্বাধীন বিদেশি বাহিনী চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তালেবানরা যেভাবে দেশজুড়ে প্রভাব বিস্তার করতে শুরু করেছে তাতে কাবুল কত দিন টিকে থাকতে পারে সেই বিষয়ে নতুন করে পর্যালোচনা করেছে যুক্তরাষ্ট্র। 

উল্লেখ্য, আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তান থেকে নিজেদের সব সেনা প্রত্যাহার করে নেবে যুক্তরাষ্ট্র। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তালেবানের বিরুদ্ধে আফগান নেতাদের লড়াই করার জন্য আহ্বান জানিয়েছেন। 

ক্যানসার চিকিৎসায় যুগান্তকারী এক পদ্ধতি আবিষ্কার চীনা বিজ্ঞানীদের

হারানো শহর ফিরে পেতে মরিয়া মিয়ানমারের চিন রাজ্যের বিদ্রোহীরা

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে