Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

কাবুলে বোমা হামলায় প্রখ্যাত তালেবান আলেম নিহত 

অনলাইন ডেস্ক

কাবুলে বোমা হামলায় প্রখ্যাত তালেবান আলেম নিহত 

প্রখ্যাত তালেবান আলেম ও হাক্কানি গ্রুপের নেতা রহিমুল্লাহ হাক্কানি কাবুলে এক বোমা হামলায় নিহত হয়েছেন। কাবুলের একটি বিদ্যালয়ে এই বোমা হামলা হয় বলে নিশ্চিত করেছে তালেবান প্রশাসন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। 

তালেবান সরকারের মুখপাত্র বৃহস্পতিবার বিলাল কারিমী রহিমুল্লাহ হাক্কানির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে আপনাদের জানাচ্ছি যে, শ্রদ্ধেয় আলেম রহিমুল্লাহ হাক্কানি শত্রুদের কাপুরুষোচিত হামলায় শহীদ হয়েছেন।’ 

তবে হামলা পেছনে কারা রয়েছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে, তালেবান সরকারের চারটি সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলাকারীদের একজন অন্তত একজন আগেই তাঁর পা হারিয়েছিলেন এবং সেই ব্যক্তিই একটি প্লাস্টিকের ব্যাগে বিস্ফোরক রেখেছিল ঘটনাস্থলে। 

তালেবান সরকারের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, ‘আমরা বিষয়টি তদন্ত করে দেখছি কোন ব্যক্তি হামলাকারীকে শেখ রহিমুল্লাহ হাক্কানির ব্যক্তিগত কার্যালয়ে নিয়ে এসেছিল। তাঁর মৃত্যু ইসলামি আমিরাত আফগানিস্তানের জন্য এক বিরাট ক্ষতি।’

এর আগেও রহিমুল্লাহ হাক্কানির ওপর হামলা হয়েছিল। তবে সেই দফায় তিনি বেঁচে গেলেও এবার তিনি আর বেঁচে ফিরতে পারলেন না। এর আগে, ২০২০ সালে পাকিস্তানের পেশোয়ারে তাঁকে লক্ষ্য করেই বোমা হামলা হয়েছিল। সেই সময় সন্ত্রাসবাদী গোষ্ঠী আইএসআইএল সেই হামলার দায় স্বীকার করেছিল। হামলায় ৭ জনের মৃত্যুও হয়েছিল।

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার