মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মালয়েশিয়ার ন্যাশনাল হার্ট ইনস্টিটিউট এ তথ্য জানিয়েছে।
হার্ট ইনস্টিটিউট এক বিবৃতির বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, ৯৬ বছর বয়সী মাহাথির মোহাম্মদকে পূর্ণ মেডিকেল চেকআপ এবং আরও পর্যবেক্ষণে রাখা হবে। তবে কী কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে তা জানা যায়নি। এ বিষয়ে মাহাথির মোহাম্মদের মুখপাত্রও কোনো মন্তব্য করননি।
জানা গেছে, মালয়েশিয়ায় দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এর আগেও হার্ট অ্যাটাক করেছেন। করা হয়েছে বাইপাস সার্জারিও।
মাহাথির মোহাম্মদ ২০০৩ সাল পর্যন্ত টানা ২২ বছর প্রধানমন্ত্রী ছিলেন। আধুনিক মালয়েশিয়ার স্থপতি বলা হয় তাঁকে। সবশেষ ২০১৮ সালে ৯২ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রী হন। তবে অভ্যন্তরীণ দ্বন্দ্বের জেরে দুই বছরেরও কম সময়ের মধ্যে তাঁর সরকারের পতন হয়। মালয়েশিয়ার রাজনীতিতে এখনো গুরুত্বপূর্ণ ব্যক্তি তিনি।