হোম > বিশ্ব > এশিয়া

উত্তর কোরিয়ার সশস্ত্র বাহিনীতে ভর্তি হতে চান আরও ১৪ লাখ তরুণ

অনলাইন ডেস্ক

দক্ষিণ কোরিয়ার সঙ্গে একটি যুদ্ধের আশঙ্কা যখন তুঙ্গে, তখন উত্তর কোরিয়া জানিয়েছে, দেশটির সশস্ত্র বাহিনীতে যোগ দিতে চান আরও ১৪ লাখ তরুণ। উত্তর কোরিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, চলতি সপ্তাহে সশস্ত্র বাহিনীতে চাকরি নিতে অথবা চাকরি ফিরে পেতে এই ১৪ লাখ লোক আবেদন করেছেন। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। গত সপ্তাহে উত্তর কোরিয়া অভিযোগ করেছিল, দক্ষিণ কোরিয়া ড্রোনের সাহায্য নিয়ে রাজধানী পিয়ংইয়ংয়ে বিপুলসংখ্যক উত্তর কোরিয়াবিরোধী প্রোপাগান্ডা লিফলেট ছড়িয়েছে। এই ঘটনার পর উত্তর কোরিয়া দুই কোরিয়াকে সংযোগকারী একটি সড়ক ও রেলপথ উড়িয়ে দেয় গত সোমবার। উত্তর কোরিয়া হুমকি দিয়ে বলেছিল, দক্ষিণকে এই কাজের জন্য উপযুক্ত মূল্য চোকাতে হবে। 

উত্তর কোরিয়ার সরকারি সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, ছাত্র ও তরুণেরা সেনাবাহিনীতে যোগদানের জন্য আবেদনপত্রে স্বাক্ষর করেছেন। তাঁরা বিপ্লবের অস্ত্র দিয়ে শত্রুকে ধ্বংস করার পবিত্র যুদ্ধে লড়াই করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ। সংবাদমাধ্যমটির প্রকাশিত ছবি থেকে দেখা গেছে, তরুণেরা একটি অজ্ঞাত স্থানে আবেদনপত্রে স্বাক্ষর করছেন। 

কেসিএনএয়ের প্রতিবেদনে বলা হয়েছে, ‘যদি কোনো যুদ্ধ শুরু হয়, তাহলে কোরিয়া প্রজাতন্ত্র (দক্ষিণ কোরিয়া) পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে। যেহেতু তারা একটি যুদ্ধ চায়, তাই আমরাও দেশটির অস্তিত্বের অবসান ঘটাতে ইচ্ছুক।’ 

মার্কিন থিঙ্কট্যাংক ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের (আইআইএসএস) তথ্য অনুসারে, উত্তর কোরিয়ার ১২ লাখ ৮০ হাজার নিয়মিত সেনা আছে। এ ছাড়া আরও ৬ লাখ রিজার্ভ সেনা আছে। এ ছাড়া, ৫৭ লাখ কৃষক-শ্রমিক আছে, যারা রেড গার্ডসহ বিভিন্ন নিরস্ত্র ইউনিটের অন্তর্ভুক্ত।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন