ভারতে গত ২৪ ঘণ্টায় ২ লাখ ৬৮ হাজার করোনা রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৬ হাজার ৪১ জন ওমিক্রন রোগী শনাক্ত করা হয়েছে। আজ শনিবার ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি জানানো হয়েছে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, গত এক দিনে দেশটিতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৬৬ শতাংশ। এই সময়ে করোনায় মারা গেছে ৪০২ জন। ভারতে এ পর্যন্ত ৩ কোটি ৬৭ লাখ করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনায় মারা গেছে ৪ লাখ ৮৫ হাজার ৭৮০ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, পুরো দেশে এ পর্যন্ত ১৫৬ কোটি ২ লাখ ডোজ টিকা প্রয়োগ করা হয়েছে।