হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানের ৩ জেলা পুনর্দখলে নিল তালেবানবিরোধীরা 

অনলাইন ডেস্ক

আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় প্রদেশ বাঘলানের ৩টি জেলার নিয়ন্ত্রণ হারিয়েছে তালেবান। আফগানিস্তানের বৃহত্তম বার্তাসংস্থা খামা প্রেস নিউজ এজেন্সি শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এই জেলাসমূহ হলো-পুল-ই-হেসার, দেহ সালাহ ও কাসান (বানু জেলা)। 

আফগানিস্তানের সাবেক সরকারের প্রতিরক্ষামন্ত্রী বিসমিল্লাহ মোহাম্মদিও এক টুইটে এ তথ্য নিশ্চিত করেছেন। টুইটবার্তায় তিনি বলেন, ‘তালেবান সন্ত্রাসীদের প্রতিহত করা আমাদের দায়িত্ব। পুল-ই-হেসার, দেহ সালাহ ও বানু জেলা তালেবান দখলমুক্ত হয়েছে। বাঘলান প্রদেশের এই তিন জেলার নিয়ন্ত্রণ এখন বিরোধী জোটের হাতে। আমাদের সংগ্রাম জারি আছে।’ 

খামা প্রেস নিউজ এজেন্সির খবরে বলা হয়, শুক্রবার এই তিন জেলায় দখলদার তালেবান বাহিনীর সঙ্গে সংঘাত হয়েছে বিরোধী জোটের যোদ্ধাদের। এতে নিহত হয়েছেন ৪০ তালেবান, আহত হয়েছেন আরও ১৫ জন। বর্তমানে আফগানিস্তানের উত্তরপূর্বাঞ্চলীয় এলাকা পাঞ্জশির উপত্যকায় আত্মগোপনে আছেন বিসমিল্লাহ মোহাম্মদি। দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহও আছেন একই অঞ্চলে। পাঞ্জশির উপত্যকা এখনো দখল করতে পারেনি তালেবান। 

এদিকে, গত বৃহস্পতিবার রাজধানী কাবুলে রাত্রিকালীন কারফিউ জারি করেছে তালেবান বাহিনী। এ নিয়ে তালেবানের পক্ষ থেকে বলা হয়েছে, অতি জরুরি প্রয়োজন ছাড়া কাবুলের বাসিন্দাদের রাত ৯টার পর বাড়ি থেকে বের না হওয়ার নির্দেশ দেওয়া হচ্ছে।

গত রোববার আফগানিস্তানের বিদ্রোহী গোষ্ঠী তালেবান কাবুল দখলের মাধ্যমে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। এরপরেই আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি দেশটি ছেড়ে পালিয়ে যান।

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে

দালাই লামা জানালেন—তাঁর পরবর্তী পুনর্জন্ম হবে চীনের বাইরে

যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় মুসলিম নারীর ৩ বছর কারাদণ্ড