রয়টার্স, টোকিও
জাপানের একটি টিকাদানকেন্দ্রে আবারও মডার্নার করোনাভাইরাসের টিকায় দূষণ পাওয়া গেছে। গত মঙ্গলবার দেশটির কানাগাওয়া এলাকার একটি কেন্দ্রে টিকা দেওয়ার আগে দেখা যায় শিশিতে অনেকগুলো কালো বস্তু রয়েছে। এরপর টিকাদান কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। তবে সেখানে ইতিমধ্যেই ওই ব্যাচ থেকে ৩ হাজার ৭৯০ জনকে টিকা দেওয়া হয়েছে।
এর আগে গত সপ্তাহে দূষণ পাওয়ায় ১৬ লাখ ৩০ হাজার টিকাদান বন্ধ করে দেয় দেশটি। টিকায় ধাতব কণা থাকতে পারে বলে জানায় কর্তৃপক্ষ।
এরপর সম্প্রতি অকিনাওয়া ও গানমায় আবারও পাওয়া যায় দূষণ। সর্বশেষ কানাগাওয়াতেও বন্ধ করে দেওয়া হয়েছে টিকা কার্যক্রম।
দূষণের ব্যাপারে মডার্না ও স্প্যানিশ ফার্মা কোম্পানি রভি বলছে, ডোজগুলো বোতলজাত করার সময় কোনো ভুল হয়ে থাকতে পারে।