হোম > বিশ্ব > এশিয়া

নিখোঁজের ৭ বছর পর পুলিশ ছেলেকে ভিক্ষুকের বেশে ফিরে পেলেন পাকিস্তানি মা

অনলাইন ডেস্ক

২০১৬ সাল থেকে নিখোঁজ ছিলেন মুস্তাকিম খালিদ নামে এক পাকিস্তানি পুলিশ সদস্য। অবশেষে গত মঙ্গলবার রাওয়ালপিন্ডির মোহরি চক এলাকায় তাঁকে ভিক্ষা করতে দেখতে পান তাঁর মা শাহিন আক্তার। 

ডন নিউজের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, শাহিন আক্তার তাঁর ছেলেকে খুঁজে পাওয়ার পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরে এই ঘটনার জের ধরে তিন নারীসহ একটি ভিক্ষুক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এই চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

শাহিন আক্তারের ধারণা, ভিক্ষুক চক্রের সদস্যরা তাঁর ছেলেকে ধরে নিয়ে নিয়মিত মারধর ও ইনজেকশন পুশ করেছে। ২০১৬ সালে নিখোঁজ হওয়ার আগে টাইফয়েড জ্বরের কারণে পুলিশ সদস্য মুস্তাকিম কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। 

মুস্তাকিম নিখোঁজ হওয়ার পর শাহিন আক্তার একটি সাধারণ ডায়েরি করেছিলেন। এতে তিনি উল্লেখ করেছিলেন—বিষণ্নতার কারণে তাঁর ছেলে প্রায় সময়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন। যদিও পরে গ্রামের মানুষেরা তাঁকে আবার বাড়িতে ফিরিয়ে আনতো। তবে ২০১৬ সালে বাড়ি ছেড়ে যাওয়ার পর মুস্তাকিম আর ফিরে আসেননি।

পুনর্মিলনের সময় শাহিন আক্তার দেখতে পান—একটি ভিক্ষুক চক্রের তিন নারী ও দুই পুরুষ মোস্তাকিমের অক্ষমতাকে কাজে লাগিয়ে তাঁকে ভিক্ষা করতে বাধ্য করেছিল। এ সময় শাহিন আক্তার পুত্রকে জড়িয়ে ধরলে ভিক্ষুক চক্রের সদস্যরা তাঁকে মারধর ও লাঞ্ছিত করে। 

এ বিষয়ে একটি মামলায় শাহিন আক্তার অভিযোগ করেছেন, মুস্তাকিমকে অপহরণের পর জোর করে ভিক্ষা করিয়েছে চক্রের সদস্যরা। 

পুলিশ জানিয়েছে, এই ঘটনায় গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে ভিক্ষুক চক্রটির প্রধান ওয়াহিদও আছেন। গ্রেপ্তার হওয়া বাকি তিন নারীর মধ্যে দুজনই ওয়াহিদের সহোদর বোন। চক্রটির আরও কয়েক সদস্যকে গ্রেপ্তার করতে অভিযান চলছে।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন