অনলাইন ডেস্ক
আফগানিস্তান থেকে ৯০ শতাংশের বেশি মার্কিন সেনা প্রত্যাহার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগন। স্থানীয় সময় মঙ্গলবার পেন্টাগনের পক্ষ থেকে এমনটি জানানো হয়।
পেন্টাগনের কেন্দ্রীয় কমান্ডের পক্ষ থেকে বলা হয়, এরই মধ্যে সাতটি মার্কিন ঘাঁটি আফগান নিরাপত্তা বাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। প্রায় এক হাজার সি-১৭ বিমানে করে সেনাদের মালামাল সরানো হয়েছে।
গত শুক্রবার আফগানিস্তানের বাগরাম বিমানঘাঁটি থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হয়েছে। আফগানিস্তানের মার্কিন সামরিক শক্তির কেন্দ্র ছিল এই বিমানঘাঁটি।
গত এপ্রিলে এক ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন জানান, সেপ্টেম্বরের মধ্যে আফগানিস্তান থেকে মার্কিন সেনাসহ বিদেশি সেনাদের সরিয়ে নেওয়া হবে। তখন বাইডেন জানান, আফগানিস্তানে তাঁদের আড়াই হাজার মার্কিন সেনা এবং ১৬ হাজার মার্কিন কন্ট্রাক্টর ছিলেন।
গত শুক্রবার হোয়াইট হাউসের প্রেসসচিব জেন সাকি বলেন, ‘আমরা আগস্টের শেষেই সব সেনা প্রত্যাহার করতে পারব বলে আশা করছি।’