Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

থাই সরকারের উপদেষ্টা হতে পারেন থাকসিন

এএফপি, ব্যাংকক

থাই সরকারের উপদেষ্টা হতে পারেন থাকসিন

থাইল্যান্ডের কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা দেশটির নতুন সরকারের উপদেষ্টা হতে পারেন। বলা হচ্ছে, প্রধানমন্ত্রীর প্রধান উপদেষ্টা হতে পারেন তিনি। তবে তা অবশ্যই তাঁর কারামুক্তির পর। গতকাল শুক্রবার বিষয়টি জানিয়েছে দেশটির ক্ষমতাসীন দল। 

২০০৬ সালে সেনা অভ্যুত্থানে ৭৪ বছর বয়সী থাকসিন ক্ষমতাচ্যুত হয়েছিলেন। গত মাসে তিনি দেশে ফেরেন এবং তাৎক্ষণিকভাবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে তাঁকে কারাগারে যেতে হয়।

থাকসিনের ফেউ থাই পার্টির নতুন থাই প্রধানমন্ত্রী স্রেথা থাভিসিন এ সপ্তাহের শুরুতে বলেছিলেন, দুবারের প্রধানমন্ত্রী এখনো তাঁর দেশের সেবা করতে পারেন। নিউইয়র্কের ব্লুমবার্গ টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, থাইল্যান্ডের সরকার ও জনগণের জন্য কিছু করার সক্ষমতা থাকসিনের রয়েছে বলে তিনি মনে করেন।

থাকসিনের জনপ্রিয়তার দিকে ইঙ্গিত করে স্রেথা থাভিসিন বলেন, থাইল্যান্ডের রাজনীতিতে থাকসিন সিনাওযাত্রা সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী ছিলেন। সম্ভবত এখনো আছেন।

উপপ্রধানমন্ত্রী ফুমথাম ওয়েচায়াচাই গতকাল বলেছেন, সরকারের উপদেষ্টা হিসেবে থাকসিন সিনাওয়াত্রাকে রাখার বিষয়টি সমর্থন করেন তিনি।

সরকারি বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে উপপ্রধানমন্ত্রী ফুমথাম বলেন, এটি খুব ভালো বিষয় হবে; কারণ, তাঁর (থাকসিনের) সরকার পরিচালনায় ছয় বছরের অভিজ্ঞতা রয়েছে। এতে দেশের উপকার হবে।

দলটির আরেকটি সূত্র এএফপিকে নিশ্চিত করেছে, থাকসিন সিনাওয়াত্রা কারাগার থেকে মুক্তি পেলে তাঁর সঙ্গে পরামর্শ করার পরিকল্পনা করছে ফেউ থাইয়ের নেতৃত্বাধীন নতুন জোট সরকার।

১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর থাকসিন সিনাওয়াত্রার দেশে ফেরা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। এটি বিশাল এক রাজনৈতিক দর-কষাকষির অংশ।

থাকসিন সিনাওয়াত্রা যেদিন দেশে ফিরলেন এবং সেদিনই তাঁর প্রতিষ্ঠিত ফেউ থাই পার্টির প্রার্থী স্রেথা থাভিসিনের পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়া কোনো কাকতালীয় ঘটনা নয়।

দুই সপ্তাহ পেরোতেই উ. কোরিয়ায় আবারও নিষিদ্ধ বিদেশি পর্যটকেরা

নিজ দেশেই বোমাবর্ষণ করল দ. কোরিয়ার বিমানবাহিনী!

দীর্ঘ চুম্বনে দুইবার বিশ্ব রেকর্ড গড়া দম্পতির বিচ্ছেদ

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর