আফগানিস্তানে আজ শুক্রবার থেকে আবারও চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট। আফগানিস্তানের এয়ারলাইনস কোম্পানি অ্যারিয়ানা আফগানের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
এ নিয়ে এয়ারলাইনস কোম্পানিটির জ্যেষ্ঠ ম্যানেজার তামিম আহমাদি বলেন, `আমরা তালেবানের কাছ থেকে সবুজ সংকেত পেয়েছি। আজ থেকে অভ্যন্তরীণ ফ্লাইট শুরু হচ্ছে।'
গত ৩১ আগস্ট আফগানিস্তান থেকে সব সেনা সরিয়ে নেয় যুক্তরাষ্ট্র। এরপর কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। এত দিন পর্যন্ত আফগানিস্তানের কাবুল বিমানবন্দরের কার্যক্রম বন্ধ ছিল।
সম্প্রতি কাবুল বিমানবন্দরের ক্ষয়ক্ষতি যাচাই করতে আফগানিস্তানে রয়েছে কাতারের একটি টেকনিক্যাল দল। এই দল শিগগিরই বিমানবন্দরটি পরিচালনা করবে বলে আশা প্রকাশ করেছে তালেবান।