Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

রাখাইনের রাজধানীর কাছে আরেক শহরের দখল নিল আরাকান আর্মি 

অনলাইন ডেস্ক

রাখাইনের রাজধানীর কাছে আরেক শহরের দখল নিল আরাকান আর্মি 

মিয়ানমারের জান্তা বাহিনীর কাছ থেকে আরও একটি শহর দখল করে নিয়েছে রাখাইন রাজ্যের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি (এএ)। গত সোমবার রাখাইনের পোন্নাজ্ঞিয়ুন শহর থেকে জান্তা বাহিনীর ৫৫০ পদাতিক ব্যাটালিয়নকে তাড়িয়ে শহরটির দখল নেয় এএ। এর মধ্য দিয়ে রাখাইন রাজ্যের রাজধানী সিতওয়ের আরও কাছাকাছি পৌঁছে গেল গোষ্ঠীটি। 

আরাকান আর্মি ও স্থানীয় সূত্রের বরাত দিয়ে মিয়ানমারের সংবাদমাধ্যম ইরাবতীর প্রতিবেদনে বলা হয়েছে, পোন্নাজ্ঞিয়ুন শহরটি সিতওয়ে থেকে মাত্র ৩৩ কিলোমিটার দূরে অবস্থিত। এই মুহূর্তে আরাকান আর্মি রাজধানী সিতওয়েকে চারদিক থেকে ঘিরে রেখেছে। 

এএ জানিয়েছে, পোন্নাজ্ঞিয়ুন শহরের দখল নিয়ে লড়াইয়ের সময় জান্তা বাহিনী যুদ্ধবিমান ও জলজ যুদ্ধযান থেকে ব্যাপক গোলা ও বোমা বর্ষণ করেছে। তার পরও তারা শহরটি রক্ষা করতে ব্যর্থ হয়েছে। গোষ্ঠীটি আরও দাবি করেছে, পোন্নাজ্ঞিয়ুনে পতনের পর জান্তা বাহিনীর যুদ্ধবিমান শহরটির সঙ্গে রথিডঙের সংযোগ সেতু জাই তি পিন বোমা মেরে ভেঙে দেয়। 
 
গত বছরের নভেম্বরে জান্তা বাহিনীবিরোধী অভিযান শুরু করার পর থেকে আরকান আর্মি এখন পর্যন্ত রাখাইন ও চিন রাজ্যের মোট আটটি শহর দখল করে নিয়েছে। এর মধ্যে চিন রাজ্যের পালেতওয়া উল্লেখযোগ্য। এ ছাড়া জান্তা বাহিনীর বিপুলসংখ্যক ঘাঁটি ও ফাঁড়ি দখল করে নিয়েছে গোষ্ঠীটি। 

গত সোমবার আরাকান আর্মির মুখপাত্র উ খাইং থুক্কা এক অনলাইন সংবাদ সম্মেলনে বলেছেন, যতক্ষণ পর্যন্ত রাখাইন রাজ্য জান্তা বাহিনীর হাত থেকে মুক্ত না হবে এবং যতক্ষণ পর্যন্ত জান্তা বাহিনীকে এই অঞ্চল থেকে তাড়িয়ে দেওয়া সম্ভব না হবে, ততক্ষণ পর্যন্ত আরাকান আর্মি লড়াই চালিয়ে যাবে।

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

লাদাখে উত্তেজনা কমাতে ‘একসঙ্গে কাজ করছে’ ভারত-চীন

ফেসবুক পোস্টের কারণে ভিয়েতনামে সাংবাদিকের ৩০ মাসের কারাদণ্ড

ইতিহাসের বৃহত্তম ডিজিটাল ডাকাতি, ১.৫ বিলিয়ন ডলার নিয়ে গেল উ. কোরিয়ার হ্যাকাররা