হোম > বিশ্ব > এশিয়া

আফগানিস্তানের সীমান্তের কাছে ঘাঁটি গড়ছে চীন

তাজিকিস্তানে আফগান সীমান্তের কাছে একটি ঘাঁটি তৈরির পরিকল্পনা করছে চীন। আফগানিস্তানের তালেবান সরকারের চরমপন্থী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে নজরদারি চালানোর সক্ষমতা নিয়ে উদ্বেগের মাঝে তাজিকিস্তানে চীনের পুলিশি ঘাঁটি নির্মাণের খবর এল। আজ বৃহস্পতিবার তাজিকিস্তানের একজন কর্মকর্তার বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

দারিদ্র্যপীড়িত তাজিকিস্তান এবং চীনের মধ্যে পারস্পরিক নিরাপত্তা সহযোগিতা আরও গভীর করার ইঙ্গিত মিলছে চীনের এই উদ্যোগে। সাবেক-সোভিয়েত ভুক্ত দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ তাজিকিস্তানে চীনের আরও একটি ঘাঁটি রয়েছে।

তাজিকিস্তানের সংসদের নিম্ন কক্ষের একজন মুখপাত্র সংসদ সদস্য তাজিকিস্তানে চীনের পুলিশি ঘাঁটি নির্মাণের অনুমোদন দিয়েছে। তাজিকিস্তানের পার্বত্য গোর্নো-বাদাখশান প্রদেশের ইশকাশিম জেলায় এই ঘাঁটি করার পরিকল্পনা করা হচ্ছে। 

নাম প্রকাশে অনিচ্ছুক ওই মুখপাত্র বার্তা সংস্থা এএফপিকে বলেন, চীনের অর্থায়নে পুরো নির্মাণ কাজ হবে। ঘাঁটি নির্মাণের পর সেটি তাজিকিস্তানের পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হবে। এই ঘাঁটি নির্মাণের জন্য ৮৫ মিলিয়ন ডলার সহায়তা প্রদান করছে চীন

এ নিয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন সাংবাদিকদের বলেন, আপনি যে পরিস্থিতির কথা বলেছেন, আমি সে সম্পর্কে অবগত নই। 

আফগানিস্তান দখলের পর তালেবানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে চাইছে চীন। এরই মধ্যে উইঘুর মুসলিম বিচ্ছিন্নতাবাদীদের আশ্রয় না দেওয়ার জন্য তালেবানের প্রতি আহ্বান জানিয়েছে বেইজিং।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!