হোম > বিশ্ব > এশিয়া

তাইওয়ান প্রণালিতে মার্কিন যুদ্ধজাহাজ

চীনের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই তাইওয়ান প্রণালির আন্তর্জাতিক জলসীমায় অতিক্রম করছে দুটি মার্কিন যুদ্ধজাহাজ। রোববার (২৮ আগস্ট) মার্কিন নৌবাহিনীর বরাতে এ তথ্য নিশ্চিত করেছে বিবিসি। তবে মার্কিন যুদ্ধজাহাজ প্রবেশ নিয়ে চীনের তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

সম্প্রতি মার্কিন প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফর নিয়ে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়। ওই ঘটনার পর প্রথম কোনো মার্কিন যুদ্ধজাহাজ তাইওয়ান প্রণালিতে প্রবেশ করল।

এ ক্ষেত্রে তাইওয়ান প্রণালিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর যুদ্ধজাহাজ সাধারণত ৮ থেকে ১২ ঘণ্টা অবস্থান করে। সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা মিত্রদের যুদ্ধজাহাজ দেখা গেছে এই প্রণালিতে।

চলতি বছরের আগস্টের প্রথম সপ্তাহে স্পিকার ন্যান্সি পেলোসি তাইওয়ান সফরে যান। তাঁর সফরের প্রতিক্রিয়ায় তাইওয়ান ঘিরে সামরিক মহড়া চালায় চীন। 

চীন থেকে বিচ্ছিন্ন হয়ে নিজেদের স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলেও তাইওয়ানকে মূল ভূখণ্ডের অংশ মনে করে বেইজিং। এমনকি তাইওয়ানের ক্ষেত্রে ‘এক চীন নীতি’ অনুসরণ করা হয়। বেইজিংয়ের বৈদেশিক সম্পর্ক তাদের ‘এক চীন নীতির’ ওপর অনেকাংশে নির্ভরশীল।

এখন পর্যন্ত মাত্র কয়েকটি দেশ তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছে। এমনকি তাইওয়ানের সবচেয়ে ‘প্রভাবশালী মিত্র’ যুক্তরাষ্ট্রও স্বীকৃতি দেয়নি বা তাইপের সঙ্গে ওয়াশিংটনের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। তবে যুক্তরাষ্ট্র বরাবরই তাইওয়ানকে রক্ষা করা এবং সামরিক সহায়তার প্রতিশ্রুতি দিয়ে আসছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!