হোম > বিশ্ব > এশিয়া

সু চির ঘনিষ্ঠ সহযোগীর করোনায় মৃত্যু

মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির ঘনিষ্ঠ সহযোগী ন্যান উইন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার তিনি মৃত্যুবরণ করেন। কর্তৃপক্ষের বরাত দিয়ে এমনটি জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এএফপির প্রতিবেদনে বলা হয়, ৭৮ বছর বয়সে মারা গেলেন ন্যান উইন। তিনি সু চির রাজনৈতিক দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সাবেক মুখপাত্র এবং দলটির একজন জ্যেষ্ঠ নেতা।

গত ১ ফেব্রুয়ারি মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর ন্যান উইনকেও গ্রেপ্তার করে ইয়াঙ্গুনের কুখ্যাত ইনসেইন কারাগারে রাখা হয়।

মিয়ানমারের সামরিক সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল জাও মিন তুন বলেন, গত ১১ জুলাই ন্যান উইনের দেহে করোনার উপসর্গ দেখা দেয়। পরে তাঁকে ইয়াঙ্গুনের জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে যা সকালে ৯টায় মারা যান।

তিনি আরো জানান, ন্যান উইনের ডায়বেটিস এবং উচ্চ রক্তচাপ ছিল।

এর আগে যখন সু চিকে গৃহবন্দী রাখা হয়েছিল তখনো ন্যান উইন তাঁর বার্তাগুলো সমর্থকদের কাছে পৌঁছে দিতেন। সু চির আইনজীবী দলের সদস্য খিন মাং জাও বলেন, আমরা তাঁর ওপর অনেক ভরসা করতাম। তাঁর মৃত্যুতে আমি খুব ব্যথিত।

মিয়ানমারে সম্প্রতি সময়ে করোনার সংক্রমণ ফের বেড়েছে। করোনা রোগী বেড়ে যাওয়ায় দেশটির হাসপাতালগুলো অক্সিজেন এবং শয্যার অভাবে ভুগছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!