হোম > বিশ্ব > এশিয়া

অন্তর্বর্তীকালীন সরকার কাঠামো নিয়ে তালেবান মন্ত্রিসভায় দ্বন্দ্ব

অনলাইন ডেস্ক

আফগানিস্তানে নবগঠিত তালেবান সরকারের শীর্ষ নেতাদের মধ্যে বিরোধ শুরু হয়েছে। এক জ্যেষ্ঠ তালেবান কর্মকর্তারা বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে। অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার কাঠামো এবং আফগানিস্তান জয়ের কৃতিত্ব দাবি নিয়ে এ বিরোধের সৃষ্টি হয়েছে।

তালেবানের একটি সূত্র বিবিসি পশতুকে জানিয়েছে, তালেবান নেতাদের মধ্যে নানা বিষয়ে মতবিরোধের সৃষ্টি হয়েছে। সম্প্রতি প্রেসিডেন্ট প্যালেসে তালেবানের সহ-প্রতিষ্ঠাতা এবং বর্তমান মন্ত্রিসভার উপ-প্রধানমন্ত্রী মোল্লা আবদুল গনি বারাদারের সঙ্গে তালেবানের প্রভাবশালী নেতা ও শরণার্থী মন্ত্রী খলিল উর রহমান হাক্কানির কথা-কাটাকাটি হয়েছে। এ সময় এ দুই নেতার সমর্থকেরাও তর্কে জড়িয়ে পড়েন। অন্তর্বর্তী সরকারের কাঠামো নিয়ে অসন্তোষের জেরে এ ঘটনা ঘটে বলেও উল্লেখ করেন কাতারভিত্তিক ওই সিনিয়র তালেবান সদস্য। 

এ দ্বন্দ্বের কারণের মধ্যে আফগানিস্তান জয়ের কৃতিত্বের বিতর্কও রয়েছে। বারাদার বিশ্বাস করেন যে তাঁর মত লোকদের দ্বারা পরিচালিত কূটনীতির কারণেই এ জয় এসেছে। ২০২০ সালে প্রথম তালেবান নেতা হিসেবে বারাদার একজন মার্কিন প্রেসিডেন্টের (ডোনাল্ড ট্রাম্পের) সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। এতে সেনা প্রত্যাহার সহজ হওয়ায় জয় এসেছে বলে তিনি মনে করেন। সামনেও কূটনীতিকে গুরুত্ব দেওয়ার মত তাঁর। অন্যদিকে হাক্কানি গ্রুপের সদস্যরা বলছেন যুদ্ধের মাধ্যমে এ বিজয় অর্জন করা হয়েছে। পশ্চিমা মিত্রদের বিরুদ্ধে আফগানিস্তানে সংঘটিত সবচেয়ে হিংস্র হামলার সঙ্গে জড়িত এই অংশটি যুদ্ধকেই জয়ের কৃতিত্ব দিতে চায়। এই গ্রুপের নেতা সিরাজউদ্দিন হাক্কানি নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী। 

তবে তালেবানের পক্ষ থেকে দ্বন্দ্বের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অস্বীকার করা হয়েছে। 

প্রসঙ্গত, ১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয় তালেবান। পরে দেশটিকে 'ইসলামিক আমিরাত' ঘোষণা করে নতুন অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা ঘোষণা করে তারা। কোন নারীকে না রেখে সিনিয়র তালেবান নেতাদের নিয়ে এ মন্ত্রিসভা গঠিত হয়। 

তবে গত সপ্তাহের শেষের দিক থেকে মোল্লা আবদুল গনি বারাদারকে জনসম্মুখে দেখা না যাওয়ায় গুজব ছড়িয়ে পড়ে যে বারাদার মারা যেতে পারেন। তবে তালেবান সূত্র জানিয়েছে, তিনি কান্দাহার শহরে আছেন। সোমবার এক অডিও বার্তায় বরাদার নিজেও জানিয়েছেন তিনি 'ভ্রমণে দূরে ছিলেন'। তিনি বলেন, এই মুহূর্তে আমি যেখানেই আছি, ভালো আছি। তালেবানের বেশ কয়েকটি অফিশিয়াল ওয়েবসাইটে অডিওটি পোস্ট করা হলেও তা যাচাই করা যায়নি। 

এদিকে তালেবানের সর্বোচ্চ কমান্ডার হিবাতুল্লাহ আখুন্দজাদা তালেবানের রাজনৈতিক, সামরিক ও ধর্মীয় বিষয়ে দায়িত্বে আছেন। মঙ্গলবার এক বক্তব্যে আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়কে সহায়তার রাজনীতি না করে পুনরায় সাহায্য চালু করার আহ্বান জানান। 

এরই মধ্যে আফগানিস্তানের জন্য ৬০ কোটি ডলারেরও বেশি তহবিল সংগ্রহের চেষ্টা শুরু করছে জাতিসংঘ। দেশটি বড় মানবিক সংকটের মুখোমুখি উল্লেখ করে জেনেভায় একটি সম্মেলনে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে সংগঠনটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। 

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে

দালাই লামা জানালেন—তাঁর পরবর্তী পুনর্জন্ম হবে চীনের বাইরে

যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় মুসলিম নারীর ৩ বছর কারাদণ্ড