হোম > বিশ্ব > এশিয়া

উত্তর কোরিয়া থেকে কমিউনিস্ট ভিয়েতনাম সফরে পুতিন

অনলাইন ডেস্ক

উত্তর কোরিয়া সফর শেষে ভিয়েতনামে গেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ভিয়েতনামের কমিউনিস্ট নেতাদের সঙ্গে ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনা হওয়ার কথা আছে তাঁর। 

বৃহস্পতিবার সকালে ভিয়েতনামের বিমানবন্দরে পৌঁছান রুশ প্রেসিডেন্ট। দেশটির প্রেসিডেন্ট টো লাম ছাড়াও একাধিক কমিউনিস্ট নেতার সঙ্গে তাঁর সাক্ষাৎ হতে পারে। বার্তা সংস্থা এএফপি এসব তথ্য দিয়েছে। 

রাশিয়ার কর্মকর্তারা জানান, ভিয়েতনামের সঙ্গে আলোচনার অন্য়তম বিষয় হবে শিক্ষা, অর্থনীতি ও জ্বালানি। তবে দুই দেশের মধ্যে ইউক্রেন যুদ্ধ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হতে পারে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।

হ্যানয়ের যানজটের মাঝে টিকে থাকা
গত মে মাসে পঞ্চমবারের জন্য দেশের প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর পুতিনের এটি দ্বিতীয় বিদেশ সফর। প্রথম তিনি গিয়েছিলেন চীনে। এরপর উত্তর কোরিয়া ঘুরে ভিয়েতনামে এলেন রাশিয়ার প্রেসিডেন্ট।

বৃহস্পতিবার সকালে হ্যানয় পৌঁছেছেন পুতিন। সেখানে ভিয়েতনামের ডেপুটি প্রধানমন্ত্রী ট্র্যান হং হা-র সঙ্গে প্রথম বৈঠক হয় তার। এরপর প্রেসিডেন্টের প্রাসাদে পুতিনের জন্য বিশেষ অনুষ্ঠানের আয়োজন হয়েছে। অনুষ্ঠান শেষে ভিয়েতনাম কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদকের সঙ্গে দেখা হতে পারে পুতিনের। সেই আলোচনায় কী উঠে আসে, সেদিকেই তাকিয়ে কূটনীতিকেরা।

১৯৫০ সাল থেকে ভিয়েতনামের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ রাশিয়ার। ভিয়েতনামকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করে তারা। বস্তুত, জাতিসংঘে ইউক্রেন প্রসঙ্গে এখনো পর্যন্ত কোনো পক্ষেই মত দেয়নি ভিয়েতনাম। সমস্ত ভোটাভুটি থেকে তারা নিজেদের সরিয়ে রেখেছে। পুতিনের সফরের পর ভিয়েতনামের অবস্থান কী হয়, সে দিকেও তাকিয়ে কূটনীতিকেরা।

দীর্ঘজীবনের গোপন রহস্য জানালেন ১২৪ বছর বয়সী চীনা নারী

মিয়ানমার থেকে বাংলাদেশে অস্ত্র পাচারের চেষ্টা, মিজোরামে আটক ৫

২০২৪ সালে জাপান ভ্রমণ করেছে রেকর্ড ৩ কোটি ৭০ লাখ পর্যটক

অবশেষে গ্রেপ্তার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

রাশিয়ায় উ. কোরীয় সেনাদের ‘অবমূল্যায়নের সুযোগ নেই’

ভেসে আসছে রহস্যময় বল, সিডনির ৯ সৈকত বন্ধ

‘মৃত্যুর পর কী হয়’, আত্মহত্যার আগে গুগলে সার্চ করেছিল কিশোর

ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদণ্ড

তালেবানকে বৈধতা না দিতে মুসলিম নেতাদের প্রতি মালালার আহ্বান

১০০ বছর আগে নারীঘটিত যে খুন কাঁপিয়ে দিয়েছিল ব্রিটিশ ভারতের রাজনীতি

সেকশন