গণতন্ত্রপন্থী গণমাধ্যম স্টেট নিউজের অফিসে তল্লাশি এবং কর্মীদের আটকের পর প্রকাশনা বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে হংকংয়ের আরেকটি স্বাধীন গণমাধ্যম সিটিজেন নিউজ। আজ সোমবার এ সিদ্ধান্ত জানানো হয়। হংকংয়ের গণমাধ্যমের পরিবেশ ক্রমে অবনতি হচ্ছে উল্লেখ করে কর্মীদের নিরাপত্তার কথা ভেবেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানায় সিটিজেন নিউজ।
হংকং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি সিটিজেন নিউজের প্রধান প্রতিবেদক ক্রিস ইউং বলেন, খুব কম সময়ের মধ্যেই এ সিদ্ধান্ত নেওয়া হলো। স্টেট নিউজের সঙ্গে যা হয়েছে তা দেখে আমরা ভীত। এমন ঝুঁকিতে কাজ করা যায় না। ২০১৭ সালে সিটিজেন নিউজের যাত্রা শুরু হয়।
এর আগে গত সপ্তাহে স্টেট নিউজের নিউজরুমে তল্লাশি চালায় ২০০ পুলিশ। বাজেয়াপ্ত করা হয় সব সরঞ্জাম। রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আটক করা হয় সাতজনকে।