আফগানিস্তানের আসাদাবাদে স্বাধীনতা দিবস উদ্যাপনের সময় গুলি চালিয়েছে তালেবান। এই ঘটনায় কমপক্ষে দুজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন আরও আটজন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে এমনটি জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, উদযাপনের সময়ে একজন তালেবান যোদ্ধা ছুরি হামলার শিকার হন। পরে সেখানে থাকা তালেবান সদস্যরা গুলি চালায়।
এদিকে জালালাবাদে, আফগানিস্তানের জাতীয় পতাকা ওড়ানোর সময় গুলি চালিয়েছে তালেবান যোদ্ধারা। এই ঘটনায় দুজন আহত হয়েছেন।
খোস্তেও তালেবানের বিরুদ্ধে বিক্ষোভ ঠেকাতে কারফিউ জারি করা হয়েছে। কাবুলেও আফগানিস্তানের জাতীয় পতাকা না পাল্টানোর পক্ষে বিক্ষোভ হয়েছে।