অনলাইন ডেস্ক
নিরন্তর অনুসন্ধান এবং জাতীয় ডিএনএ ডেটাবেইসের সূত্র ধরে ৩৭ বছর পর হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেলেন এক চীনা দম্পতি। সাউথ চায়না মর্নিং পোস্টের বরাতে বুধবার এই তথ্য জানিয়েছে এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়েছে, ১৯৮৬ সালে মাত্র এক দিন বয়সে ওই ছেলেটিকে পরিত্যাগ করেছিলেন তাঁর দাদি। কারণ তিনি ভেবেছিলেন, তাঁর ছেলে লি ও ছেলের বউ এতটাই গরিব যে, আরেকটি সন্তানের ব্যয়ভার কিছুতেই বহন করতে পারবেন না। তাই এক ব্যক্তির কাছে নিজের নাতিকে হস্তান্তর করেছিলেন ওই দাদি।
কিন্তু সন্তানকে অন্যজনের হাতে তুলে দেওয়ার কথা জানতেন না লি ও তাঁর স্ত্রী। নাতিকে অন্যের হাতে তুলে দেওয়ার সাত বছর পর দাদির মৃত্যু হয়। তবে গত ৩৭ বছর ধরেই হারানো সন্তানের খোঁজে দেশের বিভিন্ন প্রান্তে ভ্রমণ করেছেন ওই চীনা দম্পতি। গত ফেব্রুয়ারিতে তাঁদের রক্তের নমুনা চীনের জননিরাপত্তা মন্ত্রণালয়ের ডিএনএ ডেটাবেইসে থাকা এক ব্যক্তির সঙ্গে মিলে যায়। প্যাং নামের ওই যুবকটি তখন শ্যানডং প্রদেশের জাওঝুয়াংয়ে বসবাস করছিলেন।
চীনের পুলিশ কর্তৃপক্ষ সন্তান হারানো বাবা-মা এবং বাবা-মায়ের খোঁজ জানতে চাওয়া এতিম ব্যক্তিদের কাছ থেকে রক্তের নমুনা সংগ্রহের মাধ্যমে ২০০৯ সালে ওই ডিএনএ ডেটাবেইস তৈরি করেছিল।
পরিচয় নিশ্চিত হওয়ার আগে চীনের শানসিতে বসবাসরত লি ও তাঁর স্ত্রী এবং তাঁদের সম্ভাব্য সন্তান প্যাংয়ের কাছ থেকে দুইবার করে রক্ত সংগ্রহ করে পুলিশ। অবশেষে গত ৩ আগস্ট পরিচয় নিশ্চিত হওয়ার পর সন্তানের সঙ্গে দেখা হয় ওই দম্পতির। সন্তানকে জড়িয়ে ধরে কান্নারত দম্পতি বলেন, ‘আমরা তোমার জন্য দুঃখিত। এত বছর তোমার জীবন কেমন কাটল?’
৩৭ বছর পর সন্তানের সঙ্গে পুনর্মিলনের একটি ভিডিও চীনজুড়ে আবেগ ছড়িয়ে দিয়েছে।