হোম > বিশ্ব > এশিয়া

অসুস্থতার ছুটি না পেয়ে অফিসে এলেন নারী, কাজ করতে করতেই মৃত্যু

অফিসের ম্যানেজারের কাছে অসুস্থতার ছুটি চেয়েছিলেন ৩০ বছর বয়সী মে নামের একজন নারী। কিন্তু ছুটি না দিয়ে তাঁকে কাজে আসতে বলা হয়। অফিসে কাজ করতে করতেই ঢলে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ব্যাংককের দক্ষিণে সামুত প্রকান প্রদেশে। 

আজ শুক্রবার ব্যাংকক পোস্টের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই নারী ডেলটা ইলেকট্রনিকস কারখানায় চাকরি করতেন। পাকস্থলীর জটিলতায় তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি অসুস্থতার জন্য ছুটি নেন। কিন্তু সুস্থবোধ না করায় আরও দুই দিন ছুটি কাটান তিনি। পরবর্তীতে ছুটি আরও বর্ধিত করতে চাইলে মেনে নেননি অফিসের ম্যানেজার। তিনি ওই নারী কর্মীকে অফিসে আসতে বলেন এবং অতিরিক্ত কাটানো ছুটির জন্য আরেকটি মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশনা দেন। 

চাকরি হারানোর ভয়ে অসুস্থতা নিয়েই ১৩ সেপ্টেম্বর কাজে যোগ দেন ওই নারী। ২০ মিনিট পরেই কাজ করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন বলে জানান সহকর্মীরা। হাসপাতালে নেওয়ার পর নেক্রোটাইজিং এন্টারোকোলাইটসে (অন্ত্রের গুরুতর রোগ) মারা যান তিনি।

ডেলটা ইলেকট্রনিকস ওই নারীর মৃত্যুতে তাঁদের ফেসবুক পেজে সমবেদনা প্রকাশ করে লিখেছে, ‘আমরা আমাদের সহকর্মীকে হারিয়ে মর্মাহত। কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে থাকার বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ 

তাঁর মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

জাপানের পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টাকে প্রতিহতের ঘোষণা উত্তর কোরিয়ার

তাইওয়ানে মেট্রো স্টেশনে স্মোক বোমা ছুড়ে ছুরি হামলা, নিহত ৩

জানুয়ারিতে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার শুনানি

দেশের টাকমাথার লোকদের বাঁচানোর লড়াইয়ে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট

কম্বোডিয়ার সীমান্তবর্তী শহরে বোমা ফেলল থাইল্যান্ড

ক্রিপটো চুরি করে এই বছর উত্তর কোরিয়ার আয় ২.২ বিলিয়ন ডলার

বিদ্বেষমূলক বক্তব্য ও ধর্মীয় বক্তাদের দমনে কঠোর হচ্ছে অস্ট্রেলিয়া

তাইওয়ানে বিপুল অস্ত্র বিক্রির অনুমোদন, নিজের বিপদ ডেকে আনছে যুক্তরাষ্ট্র—হুমকি চীনের

জান্তার কাছে এবার মায়ের বেঁচে থাকার প্রমাণ চাইলেন সু চিপুত্র

বন্ডাই বিচে হামলাকারীকে থামাতে গিয়ে প্রাণ হারান এক বৃদ্ধ দম্পতিও!