Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

অসুস্থতার ছুটি না পেয়ে অফিসে এলেন নারী, কাজ করতে করতেই মৃত্যু

অনলাইন ডেস্ক

অসুস্থতার ছুটি না পেয়ে অফিসে এলেন নারী, কাজ করতে করতেই মৃত্যু

অফিসের ম্যানেজারের কাছে অসুস্থতার ছুটি চেয়েছিলেন ৩০ বছর বয়সী মে নামের একজন নারী। কিন্তু ছুটি না দিয়ে তাঁকে কাজে আসতে বলা হয়। অফিসে কাজ করতে করতেই ঢলে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় তাঁর। ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডের ব্যাংককের দক্ষিণে সামুত প্রকান প্রদেশে। 

আজ শুক্রবার ব্যাংকক পোস্টের বরাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ওই নারী ডেলটা ইলেকট্রনিকস কারখানায় চাকরি করতেন। পাকস্থলীর জটিলতায় তাঁকে হাসপাতালে ভর্তি থাকতে হয়। মেডিকেল সার্টিফিকেট দেখিয়ে ৫ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিনি অসুস্থতার জন্য ছুটি নেন। কিন্তু সুস্থবোধ না করায় আরও দুই দিন ছুটি কাটান তিনি। পরবর্তীতে ছুটি আরও বর্ধিত করতে চাইলে মেনে নেননি অফিসের ম্যানেজার। তিনি ওই নারী কর্মীকে অফিসে আসতে বলেন এবং অতিরিক্ত কাটানো ছুটির জন্য আরেকটি মেডিকেল সার্টিফিকেট জমা দেওয়ার নির্দেশনা দেন। 

চাকরি হারানোর ভয়ে অসুস্থতা নিয়েই ১৩ সেপ্টেম্বর কাজে যোগ দেন ওই নারী। ২০ মিনিট পরেই কাজ করতে করতে মাটিতে লুটিয়ে পড়েন বলে জানান সহকর্মীরা। হাসপাতালে নেওয়ার পর নেক্রোটাইজিং এন্টারোকোলাইটসে (অন্ত্রের গুরুতর রোগ) মারা যান তিনি।

ডেলটা ইলেকট্রনিকস ওই নারীর মৃত্যুতে তাঁদের ফেসবুক পেজে সমবেদনা প্রকাশ করে লিখেছে, ‘আমরা আমাদের সহকর্মীকে হারিয়ে মর্মাহত। কঠিন সময়ে তাঁর পরিবারের পাশে থাকার বিষয়ে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।’ 

তাঁর মৃত্যুর বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

লাদাখে উত্তেজনা কমাতে ‘একসঙ্গে কাজ করছে’ ভারত-চীন

ফেসবুক পোস্টের কারণে ভিয়েতনামে সাংবাদিকের ৩০ মাসের কারাদণ্ড

ইতিহাসের বৃহত্তম ডিজিটাল ডাকাতি, ১.৫ বিলিয়ন ডলার নিয়ে গেল উ. কোরিয়ার হ্যাকাররা