Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

পানশিরে কয়েক শ তালেবান সদস্য আটকের দাবি এনআরএফের

অনলাইন ডেস্ক

পানশিরে কয়েক শ তালেবান সদস্য আটকের দাবি এনআরএফের

আফগানিস্তানের পানশির উপত্যকায় এখনো যুদ্ধ চলছে। আহমাদ মাসুদের নেতৃত্বাধীন ন্যাশনাল রেজিস্ট্যান্স ফোর্সের (এনআরএফ) সদস্যরা কয়েক শ তালেবান সদস্য আটক করেছে বলেও দাবি করেছে আজ রোববার। যদিও এই দাবি সম্পর্কে তালেবান পক্ষ থেকে কিছু জানা যায়নি। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, পানশিরে তালেবান বেশ ভালো বাধার সম্মুখীন হচ্ছে। সেখানে যুদ্ধ এখনো চলছে। যদিও গতকাল শনিবার তারা পানশির নিয়ন্ত্রণের দাবি জানিয়ে উদ্‌যাপন করেছিল। কিন্তু আজ রোববার এনআরএফের নেতা আহমাদ মাসুদ দাবি করেছেন, খাওয়াক পাস এলাকায় তাঁর নেতৃত্বাধীন অংশটি ‘কয়েক হাজার’ তালেবান সদস্যকে চারদিক থেকে ঘিরে রেখেছে। একই সঙ্গে তালেবানের ফেলে যাওয়া বিভিন্ন সরঞ্জাম ও যানবাহনের দখল তাঁরা নিয়েছেন। 

একাধিক সূত্রের বরাত দিয়ে কাবুলে আল-জাজিরার প্রতিনিধি চার্লস স্ট্র্যাটফোর্ড জানিয়েছেন, কয়েক শ তালেবান সদস্য এনআরএফের হাতে বন্দী হয়েছে। 

সেখানকার স্থানীয় এক বাসিন্দা দাশতি নামের একটি অ্যাকাউন্ট থেকে টুইটারে পোস্ট করেছেন, পারযান জেলায় এখন কোনো তালেবান নেই। সেখানে কমপক্ষে ১ হাজার তালেবান সদস্য হয় নিহত হয়েছে, নয়তো তাদের আটক করা হয়েছে। তবে এই টুইটার পোস্টে লেখা তথ্য সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। 

এদিকে তালেবান মুখপাত্র বিলাল কারিমির এক টুইটার পোস্টে বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রদেশের সাত জেলার পাঁচটিই এখন তালেবান নিয়ন্ত্রণে। এখন তাঁরা প্রদেশের কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে এগিয়ে যাচ্ছেন। 

গত মাসে কাবুলের নিয়ন্ত্রণ নেওয়ার পর পুরো আফগানিস্তান তালেবান নিয়ন্ত্রণে চলে এলেও পানশির এখনো আলাদা। এই প্রদেশের নিয়ন্ত্রণ এখনো তারা নিতে পারেনি। যুদ্ধ চলছে। আর উভয় পক্ষই নিজেরা ‘এগিয়ে আছে’ বলে দাবি করছে। 

উল্লেখ্য, ১৯৯৬-২০০১ সময়ে সরকার চালালেও পানশিরের নিয়ন্ত্রণ তালেবান নিতে পারেনি। 

উদ্ভূত পরিস্থিতি ক্রমেই গৃহযুদ্ধের দিকে যাচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন জয়েন্ট চিফস অব স্টাফের চেয়ারম্যান ও মার্কিন জেনারেল মার্ক মিলি। তিনি বলেন, ‘আমার সামরিক জ্ঞান বলছে, পরিস্থিতি ক্রমেই গৃহযুদ্ধের দিকে যাচ্ছে। তালেবান তাদের ক্ষমতা নিরঙ্কুশ করে নিজেদের শাসন প্রতিষ্ঠা করতে পারবে কি না, তা আমি বলতে পারব না।’

ওমব্যাট ছানা নিয়ে বিতর্কের মুখে অস্ট্রেলিয়া ছাড়লেন মার্কিন ইনফ্লুয়েন্সার

মালয়েশিয়ার কফিতে যৌন উত্তেজক উপাদান, নিষিদ্ধ করল সিঙ্গাপুর

ভুটানের ‘মাইন্ডফুলনেস’ শহর কেমন হবে—ধারণা দিল নতুন একটি বিমানবন্দর

মাদকের বিরুদ্ধে যুদ্ধের দায় স্বীকার কারাবন্দী দুতার্তের, আইনি লড়াইয়ে প্রস্তুত

টাইটানিয়াম দিয়ে তৈরি কৃত্রিম হৃৎপিণ্ডে ১০০ দিন পাড়ি

বাংলাদেশ–নেপাল ফুটবল ম্যাচে পদদলিত হয়ে প্রাণ হারায় ৯৩ দর্শক

ফিলিপাইনে দুতার্তের গ্রেপ্তারের নেপথ্যে আইসিসি, কাজ করে যেভাবে

গ্রেপ্তারের পর হেগে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে দুতার্তেকে

দালাই লামা জানালেন—তাঁর পরবর্তী পুনর্জন্ম হবে চীনের বাইরে

যিশুকে অবমাননা, ইন্দোনেশিয়ায় মুসলিম নারীর ৩ বছর কারাদণ্ড