Ajker Patrika
হোম > বিশ্ব > এশিয়া

ইন্দোনেশিয়া অনুসন্ধান বন্ধ করার পর সাগরে দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক

ইন্দোনেশিয়া অনুসন্ধান বন্ধ করার পর সাগরে দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার

প্রায় ১৫০ জন রোহিঙ্গা শরণার্থী নিয়ে সাগরে কয়েক দিন আগে ডুবে গিয়েছিল একটি কাঠের নৌকা। গত বুধবার ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ জীবিতদের উদ্ধারে অনুসন্ধান অভিযান বন্ধ ঘোষণা করে। আজ শনিবার স্থানীয় উদ্ধারকারীরা দুই রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছেন। আরও কয়েকটি মরদেহ সাগরে ভাসতে দেখেছেন জেলেরা।

বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে খবরটি দিয়েছে। ডুবে যাওয়া নৌকার রোহিঙ্গা শরণার্থীদের বড় একটি অংশই নিখোঁজ। ধারণা করা হচ্ছে, তাদের অধিকাংশই মৃত।

বেশির ভাগ মুসলিম জাতিগত রোহিঙ্গারা মিয়ানমারে ব্যাপক মাত্রার নির্যাতনের শিকার হয়ে আসছে। প্রতি বছর হাজার হাজার রোহিঙ্গা জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় দীর্ঘ, ব্যয়বহুল এবং ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ পাড়ি দিয়ে মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ায় পৌঁছানোর চেষ্টা করে।

ইন্দোনেশীয় উদ্ধারকারীরা গতকাল শুক্রবার জীবিত রোহিঙ্গা শরণার্থীদের অনুসন্ধান অভিযান বন্ধ করে দিয়েছে। বেঁচে যাওয়া কয়েকজন ব্যক্তির কাছ থেকে খবর পাওয়া গেছে যে, গত বুধবার তাদের নৌকাকে আরেকটি নৌকা সাহায্য করার সময় সাগরে ভেসে গেছে কয়েক ডজন রোহিঙ্গা।

ইন্দোনেশীয় কর্তৃপক্ষ জানিয়েছে যে, আজ শনিবার সাগরে ৮ থেকে ১০টি মরদেহ ভাসতে দেখেছে জেলেরা। এর মধ্যে দুটি মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে।

আচেহ জায়া সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশনের প্রধান মির্জা সাফরিনাদি সাংবাদিকদের বলেন, ‘আমরা মাত্র দুজনের মরদেহ উদ্ধার করেছি। দুজনই নারী। এটা নিশ্চিত হওয়া গেছে যে, তারা রোহিঙ্গা। জেলেদের তথ্য অনুযায়ী, ডুবে মারা গেছে আরও বেশ কয়েকজন।’

জাতিসংঘের শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) সুরক্ষা বিষয়ক কর্মকর্তা ফয়সাল রহমান এএফপিকে বলেন, দুটি মরদেহ ইতিমধ্যেই সরিয়ে নেওয়া হয়েছে। বাকিগুলো এখনো প্রক্রিয়াধীন।

গত বৃহস্পতিবার ইন্দোনেশীয় কর্তৃপক্ষ ৬৯ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে। উল্টে যাওয়া জাহাজে অনেককে আটকে থাকতেও দেখা গেছে। গত বুধবার আরও ছয়জন রোহিঙ্গাকে জেলেরা উদ্ধার করেছে।

ইউএনএইচসিআর অনুসারে, গত নভেম্বরের মাঝামাঝি থেকে জানুয়ারির শেষ পর্যন্ত ১,৭৫২ জন রোহিঙ্গা শরণার্থী ইন্দোনেশিয়ার আচেহ এবং উত্তর সুমাত্রা প্রদেশে পৌঁছেছে। এদের বেশির ভাগই নারী এবং শিশু।

যুক্তরাষ্ট্রে ১০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বিশ্বের বৃহত্তম চিপ নির্মাতা টিএসএমসি

নারী শিক্ষা প্রচারের অভিযোগে আফগান অধিকারকর্মীকে গ্রেপ্তার

যার রক্ত ২৪ লাখ শিশুর জীবন বাঁচিয়েছে, তিনি আর নেই

পরমাণু শক্তিধর হতে চেয়েছিল তাইওয়ান, সিআইএ এজেন্টের বিশ্বাসঘাতকতায় স্বপ্নভঙ্গ

রাখাইনে জান্তার শেষ বড় নৌঘাঁটিতে আরাকান আর্মির হামলা

প্রযুক্তি, বৈচিত্র্যে টোকিওর ভবিষ্যৎ গড়ে দিচ্ছেন নারীরা

আঞ্চলিক সহযোগিতা: মধ্যপ্রাচ্যে নজর দক্ষিণ এশীয় দেশগুলোর

২০২৫ সালে বিশ্বসেরার খেতাব পেল এই ক্যাফে

মালয়েশিয়ায় কুকুরের ওপর নির্যাতনের অভিযোগে বাংলাদেশি গ্রেপ্তার

লাদাখে উত্তেজনা কমাতে ‘একসঙ্গে কাজ করছে’ ভারত-চীন