হোম > বিশ্ব > চীন

সৌদি-চীন গভীর সম্পর্কের ইঙ্গিত, ৩০ বিলিয়ন ডলারের চুক্তি

অনলাইন ডেস্ক

সৌদি আরবের সঙ্গে বেশ কয়েকটি কৌশলগত চুক্তিতে সই করেছে চীন। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দেশ দুটির মধ্যে টেক জায়ান্ট হুয়াওয়েসহ বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

চীন ও সৌদি আরবের মধ্যে বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে প্রায় ৩০ বিলিয়ন ডলারের দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়ে থাকতে পারে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স। এই চুক্তি উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তার উদ্বেগ আরও বাড়িয়ে দিল। 

গত বুধবার সৌদিতে পৌঁছান চীনের প্রেসিডেন্ট সি। এ সময় নানা আড়ম্বরের মধ্য দিয়ে তাঁকে অভিনন্দন জানানো হয়। যুবরাজ মোহাম্মদ বিন সালমান তাঁকে স্বাগত জানান। এরপর দেশটির রয়্যাল গার্ডের সদস্যরা ঘোড়ায় চড়ে এবং চীনা ও সৌদি পতাকা বহন করে সি চিনপিংয়ের গাড়িটি রাজপ্রাসাদে নিয়ে যান। করোনা মহামারির পর সর তৃতীয় বিদেশ সফর এটি। 

এই সফরে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে চীনের প্রেসিডেন্টের। শুক্রবার (৯ ডিসেম্বর) গালফ কো-অপারেশন কাউন্সিলে (জিসিসি) রাষ্ট্রপ্রধানদের সঙ্গে আলাদা বৈঠক করার কথা সি চিনপিংয়ের। 

সৌদি আরবের বিনিয়োগমন্ত্রী খালিদ বিন আবদুল আজিজ আল-ফালিহ চুক্তির বিষয়গুলো নিশ্চিত করে বলেছেন, ‘চুক্তিগুলো বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে চীনের সঙ্গে অর্থনৈতিক ও বিনিয়োগসহ সব ক্ষেত্রে রিয়াদ যে উন্নয়নে মনোযোগী সেই আগ্রহকে প্রতিফলিত করে।’ 

উল্লেখ্য, সৌদি আরব ও চীন দীর্ঘদিন ধরেই একে অপরের বড় বাণিজ্য সহযোগী। ২০২১ সালে দুই দেশের মধ্যে বাণিজ্য বিনিময়ের পরিমাণ ছিল ৮ হাজার কোটি ডলার। 

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন