হোম > বিশ্ব > চীন

চীন প্রস্তাবিত ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান তাইওয়ানের

অনলাইন ডেস্ক

চীন প্রস্তাবিত ‘এক দেশ, দুই ব্যবস্থা’ প্রত্যাখ্যান করেছে তাইওয়ান। চলতি সপ্তাহে চীন সরকার প্রকাশিত শ্বেতপত্রে তাইওয়ানকে দেশটির সঙ্গে পুনরায় একত্রীকরণের কথা বলা হয়। সেখানে বলা হয়, তাইওয়ানের জন্য আলাদা রাজনৈতিক ব্যবস্থা রাখা হবে।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয় চীনের এই মডেল প্রত্যাখ্যান করেছে। তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জুয়ান ওউ স্থানীয় সময় আজ বৃহস্পতিবার তাইপেতে এক সংবাদ সম্মেলনে বলেছেন, তাইওয়ান কোন পথে যাবে তা কেবল তাইওয়ানের জনগণই নির্ধারণ করবে। 

তাইওয়ানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই মুখপাত্র আরও বলেন, ‘চীন যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকারের তাইপে সফরকে স্রেফ একটি বাহানা হিসেবে ব্যবহার করছে তাদের দাবিকৃত নিউ নরমাল প্রতিষ্ঠা করার জন্য।’

এদিকে, তাইওয়ানকে চাপে রাখার উদ্দ্যেশ্যে চীন যে ‘নিউ নরমাল’ প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে তা যুক্তরাষ্ট্র কোনোভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করেছেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসি। স্থানীয় গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে পেলোসি চীনের সামরিক মহড়ার বিষয়টি উল্লেখ করে বলেন, ‘আমরা চীনের ব্যাপারে যা দেখেছি তা হলো—তাঁরা একটি নিউ নরমাল পরিস্থিতি প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং আমরা এটা হতে দিতে পারি না।’ 

পেলোসি আরও বলেছেন, ‘আমরা সেখানে (তাইওয়ানে) চীন নিয়ে কথা বলতে যাইনি। আমরা সেখানে গিয়েছিলাম তাইওয়ানের প্রশংসা করতে এবং আমরা সেখানে গিয়েছিলাম আমাদের বন্ধুত্ব দেখানোর জন্য। চীন তাইওয়ানকে বিচ্ছিন্ন করতে পারে না। এই সফর একটি বিষয় স্পষ্ট করে দিয়েছে যে—মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিকের প্রতি আমেরিকার প্রতিশ্রুতি অটুট।’ 

তবে পেলোসির সর্বশেষ এই ঘোষণা চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সম্পর্ক আরও অবনতির দিকে নিয়ে যেতে পারে বলে ধারণা বিশ্লেষকদের। 

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন