Ajker Patrika
হোম > বিশ্ব > চীন

চীনের ৩০ লাখ টিকা প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার 

অনলাইন ডেস্ক

চীনের ৩০ লাখ টিকা প্রত্যাখ্যান উত্তর কোরিয়ার 

চীনের তৈরি ৩০ লাখ করোনার টিকা প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। জাতিসংঘের বরাত দিয়ে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

জাতিসংঘের একজন মুখপাত্র জানান, উত্তর কোরিয়া যে ভ্যাকসিনগুলো নেবে না সেগুলো তারা টিকা সংকটে ভোগা দেশগুলোকে দিতে বলেছে। 

চীনের তৈরি সিনোভ্যাক ভ্যাকসিন বিশ্বের বিভিন্ন দরিদ্র দেশগুলোকে কোভ্যাক্স কর্মসূচির মাধ্যমে বিতরণ করা হচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বলা হচ্ছে, ১৯ আগস্ট পর্যন্ত উত্তর কোরিয়ায় কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

দেশটিতে এ পর্যন্ত ৩৭ হাজার ২৯১ জন স্বাস্থ্য কর্মী ফ্লুয়ের মতো অসুস্থতায় ভুগেছেন। তাদের সবাইকে পরীক্ষা করা হলেও করোনা পাওয়া যায়নি। 

উত্তর কোরিয়া সরকার করোনা মহামারির শুরু থেকেই এটি ঠেকানোর জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। গত বছরের জানুয়ারি থেকেই সীমান্ত বন্ধ করে দিয়েছে উত্তর কোরিয়া। 

উত্তর কোরিয়া টিকা প্রত্যাখ্যানের ঘটনাটি নতুন নয়। গত জুলাইতেও পার্শ্বপ্রতিক্রিয়ায় শঙ্কায় অ্যাস্ট্রাজেনেকার তৈরি ২০ লাখ টিকা প্রত্যাখ্যান করেছিল দেশটি। 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ সাংবাদিকদের বলেছেন, গত জুলাইতে রাশিয়া কয়েকবার স্পুতনিক ভ্যাকসিন উত্তর কোরিয়াকে দিতে চায়। তবে পিয়ংইয়ং টিকার কার্যকারিতা নিয়ে সন্দেহ প্রকাশ করে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে দেয়।

আজ নয়তো কাল আমরা তোমাদের ধরবই, তাইওয়ানকে চীনের হুমকি

চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ অন্তত ৩০

১৫ বছর পর যুক্তরাষ্ট্র ছেড়ে চীনে ফিরলেন প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড