অনলাইন ডেস্ক
সম্প্রতি চীনের চিপ শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ১৪০টি কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞার জবাবে চীনও যুক্তরাষ্ট্রে চিপ তৈরির জন্য অন্যতম প্রয়োজনীয় ধাতু গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি ও অন্যান্য সুপারহার্ড পদার্থ রপ্তানি নিষিদ্ধ করেছে। আজ মঙ্গলবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, চীনের বাণিজ্য মন্ত্রণালয় আজ মঙ্গলবার ঘোষণা করেছে যে, এটি গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি এবং অন্যান্য সুপারহার্ড ম্যাটেরিয়ালস সম্পর্কিত ‘ডুয়েল-ইউজ আইটেম’ যুক্তরাষ্ট্রে রপ্তানি নিষিদ্ধ করবে। এই ঘোষণা তৎক্ষণাৎ কার্যকর হবে। মন্ত্রণালয় বলেছে, ‘প্রাথমিকভাবে, গ্যালিয়াম, জার্মেনিয়াম, অ্যান্টিমনি এবং সুপারহার্ড ম্যাটেরিয়ালস যুক্তরাষ্ট্রে রপ্তানি করার অনুমোদন দেওয়া হবে না।’
মন্ত্রণালয়ের নির্দেশনায় বলা হয়েছে, জাতীয় নিরাপত্তা এবং স্বার্থ রক্ষার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে গ্রাফাইটসহ অন্যান্য ডুয়েল-ইউজ প্রয়োজনীয় খনিজগুলোও যুক্তরাষ্ট্রে রপ্তানির জন্য আরও ভালোভাবে পর্যালোচনা করা হবে বলে জানানো হয়েছে। চীনের এই পদক্ষেপগুলো মূলত গত বছর থেকে চালু করা গুরুত্বপূর্ণ খনিজগুলোর রপ্তানির ওপর বিদ্যমান সীমাবদ্ধতার কার্যকরী বাস্তবায়নকে আরও শক্তিশালী করবে।
চীনের সেমিকন্ডাক্টর বা চিপ শিল্পের বিরুদ্ধে গত সোমবার তৃতীয় দফার অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র সরকার। দেশটি ১৪০টি চীনা কোম্পানির জন্য রপ্তানি নিষেধাজ্ঞা আরোপ করেছে। এর মধ্যে চিপ যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান নাউরা টেকনোলজি গ্রুপ অন্তর্ভুক্ত। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানা যায়।
এই পদক্ষেপের মাধ্যমে চীনে চিপ তৈরির সক্ষমতা সীমিত করতে চায় যুক্তরাষ্ট্র। এর পাশাপাশি চীনের চিপ যন্ত্রপাতি প্রস্তুতকারী প্রতিষ্ঠান পিওটেক, এ সি এম রিসার্চ এবং সি ক্যারিয়ার টেকনোলজি এর ওপরও নতুন বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এ ছাড়া চীনে উন্নত মেমরি চিপ এবং অন্যান্য চিপ তৈরির যন্ত্রপাতির রপ্তানিতেও কড়াকড়ি আরোপ করা হয়েছে।
চীনের ওপর সেন্সরশিপের ক্ষেত্রে বাইডেন প্রশাসনের শেষ প্রচেষ্টা হিসেবে গণ্য হচ্ছে এই পদক্ষেপটি। চীনকে চিপ বাজারে প্রবেশ ও উৎপাদন সীমিত করার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হচ্ছে। এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংক্রান্ত সামরিক প্রয়োগে সাহায্য করতে পারে বা অন্যথায় মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। এটি এমন সময় হয়েছে যখন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পের শপথগ্রহণ মাত্র কয়েক সপ্তাহ পরে। বাইডেনের অনেক কঠোর চীনবিরোধী ট্রাম্প প্রশাসনেও বহাল থাকবে বলে আশা করা হচ্ছে।