হোম > বিশ্ব > চীন

চীনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৫

অনলাইন ডেস্ক

চীনে শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৬৫তে দাঁড়িয়েছে। আহত হয়েছে প্রায় ২৫০ জন। এ ছাড়া নিখোঁজ বেশ কয়েকজন। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভির বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

স্থানীয় সময় সোমবার (৫ সেপ্টেম্বর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সিচুয়ান প্রদেশে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প হয়। ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পে প্রাদেশিক রাজধানী চেংডু ও দূরবর্তী প্রদেশগুলো কেঁপে ওঠে। এমনকি মঙ্গলবারও ভূমিকম্প-পরবর্তী আফটার শক অনুভূত হচ্ছে বলে জানা গেছে।

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ভূমিকম্পের আঘাত এতটাই ছিল যে সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডুতেও তা অনুভূত হয়েছে, যেখানে লাখ লাখ মানুষ করোনা পরিস্থিতির কারণে চলাচলের বিধিনিষেধের মধ্যে রয়েছে।

প্রাথমিকভাবে দেখা গেছে, সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ভূমিকম্পে সৃষ্ট পাহাড়ধসের কারণে ঘরবাড়ির গুরুতর ক্ষতি হয়েছে। কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। কয়েকটি এলাকায় বিদ্যুতের সংযোগ বন্ধ রয়েছে।

সিচুয়ান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পের ঘটনা নতুন নয়। এর আগে জুনে সিচুয়ানে ৬ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্প হয়েছিল। তবে ২০১৭ সালের আগস্টে সিচুয়ানের আবা প্রিফেকচারে হওয়া ৭ মাত্রার ভূমিকম্পের পর এবারেরটিই ছিল সবচেয়ে শক্তিশালী।

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন