অনলাইন ডেস্ক
হংকং বিমানবন্দরে ট্রাক থেকে চলন্ত বিমানের সামনে পড়ে গিয়ে এক কর্মী নিহত হয়েছেন। স্থানীয় সময় আজ মঙ্গলবার সকালের দিকে এই দুর্ঘটনা ঘটে। হংকং বিমানবন্দরে এমন দুর্ঘটনা বিরল। ৩৪ বছর বয়স্ক ওই কর্মী জর্ডানের নাগরিক। তাঁর নাম এখনো জানা যায়নি। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
হংকং পুলিশ জানিয়েছে, ৩৪ বছরের ওই কর্মী দুই সিটের একটি ট্রাকে করে রানওয়ে ধরে যাচ্ছিল। তিনি চালকের পাশের সিটে বসে ছিলেন। বেপরোয়া গাড়ি চালানোর ফলে ওই ব্যক্তি গাড়ি থেকে চলন্ত একটি বিমানের সামনে পড়ে যান। সে সময় বিমানটিকে রানওয়ে থেকে সরিয়ে নেওয়া হচ্ছিল।
আজ মঙ্গলবার সকালের দিকে বিমানবন্দরের জরুরি বিভাগের কর্মীরা ওই ব্যক্তিকে ট্যাক্সিওয়েতে পড়ে থাকতে দেখেন গুরুতর আহত অবস্থায়। পরে সেখানে চিকিৎসক ডেকে আনা হলেও ঘটনাস্থলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
হংকং বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, জর্ডানের নাগরিক ওই ব্যক্তি চীনা এয়ারক্রাফট সার্ভিসেসের গ্রাউন্ড সাপোর্ট অ্যান্ড মেইনটেন্যান্স বিভাগের কর্মী ছিলেন। বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে, সন্দেহ করা হচ্ছে, গাড়িতে থাকা কর্মী দুজন সিট বেল্ট না বেঁধেই চালাচ্ছিলেন।
পুলিশ জানিয়েছে, ৬০ বছর বয়সী গাড়িচালককে বিপজ্জনক ড্রাইভিংয়ের সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে।