অনলাইন ডেস্ক
চীনের সাবেক প্রধানমন্ত্রী লি কেকিয়াং মারা গেছেন। স্থানীয় সময় আজ শুক্রবার প্রথম প্রহরে মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি মাত্র সাত মাস আগেই চীনে প্রধানমন্ত্রীর পদ থেকে অবসর নিয়েছিলেন। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টিতে বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিংয়ের অন্যতম প্রতিদ্বন্দ্বী ভাবা হতো লি কেকিয়াংকে। তিনি নীতিগতভাবে অর্থনীতি ও বাজারব্যবস্থার উদারীকরণের পক্ষে ছিলেন। সি চিন পিংয়ের অধীনে টানা ১০ বছর চীনের প্রধানমন্ত্রীর পদে দায়িত্ব পালন করেছেন লি কেকিয়াং।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিগত কয়েক দিন ধরেই কমরেড লি কেকিয়াং সাংহাইয়ে বিশ্রামে ছিলেন। কিন্তু গত ২৬ অক্টোবর আকস্মিক তাঁর হার্ট অ্যাটাক হয়। অনেক চেষ্টার পরও তাঁর হৃৎপিণ্ড সক্রিয় করতে ব্যর্থ হন এবং শুক্রবার প্রথম প্রহরে (১২টা ১০ মিনিটের দিকে) তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
লি কেকিয়াং ১৯৫৫ সালে চীনের আনহুই প্রদেশের হেফেইয়ে জন্মগ্রহণ করেন। আইন বিষয়ে পড়ালেখা করেন চীনের প্রখ্যাত পিকিং ইউনিভার্সিটিতে। তৎকালীন চীনের সবচেয়ে প্রভাবশালী নেতা দেং জিয়াওপিংয়ের অধীনে সংস্কারের দশকের বুদ্ধিবৃত্তিক ও রাজনৈতিক উদ্দীপনায় নিমজ্জিত ছিলেন লি কেকিয়াং।
আইন বিষয়ে পড়াশোনা শেষ করে চীনা কমিউনিস্ট পার্টির যুবলীগে যোগ দেন। পরে তিনি চীনের হেনা প্রদেশের কমিউনিস্ট পার্টির প্রধান নির্বাচিত হন। চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাও লি কেকিয়াংয়ের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক ছিলেন। পরে ২০১২ সালে সি চিন পিং চীনের প্রেসিডেন্ট হলে লি কেকিয়াং যুবলীগ থেকে সরে কমিউনিস্ট পার্টিতে চলে আসেন। এবং ২০১৩ সালে চীনের প্রধানমন্ত্রী হন।