হোম > বিশ্ব > চীন

সিআইএর গুপ্তচর চীনা কর্মকর্তা, তদন্ত চলছে

এক সরকারি কর্মকর্তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনেছে চীন। এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয়বার নিজ দেশের নাগরিককে গুপ্তচরবৃত্তিতে অভিযুক্ত করল চীন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

চীনের নিরাপত্তাবিষয়ক মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ৩৯ বছর বয়সী হাও নামে ওই কর্মকর্তার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগের তদন্ত চলছে। 

হাওয়ের বিরুদ্ধে অভিযোগ, তিনি জাপানে পড়াশোনার সময় টেড নামে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক কর্মীর সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তোলেন। টেড পরে হাওকে টোকিওতে থাকা সিআইয়ের গুপ্তচর লাই জং হুর সঙ্গে পরিচয় করিয়ে দেন। সেখানে হাও গুপ্তচরবৃত্তির এক চুক্তিতে স্বাক্ষর করেন।

শুধু তা-ই নয়, চীনে সরকারি চাকরিতে যোগদানের আগে হাও যুক্তরাষ্ট্র থেকে গুপ্তচরবৃত্তির প্রশিক্ষণ নেন বলেও চীনের অভিযোগ।
মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, সরকারি চাকরির সময় হাও দেশের অভ্যন্তরে সিআইয়ের কর্মীদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখতেন। এভাবে গোয়েন্দা তথ্য আদান-প্রদান ও গুপ্তচরবৃত্তির জন্য তহবিল সংগ্রহ চলত। 

এ মাসের শুরুর দিকে টাকার বিনিময়ে সিআইএকে গোপন তথ্য সরবরাহের অভিযোগে ৫২ বছর বয়সী আরেক নাগরিককে আটক করে বেইজিং।

গত মাসেই চীন গুপ্তচরবৃত্তি বিরোধী আইন সংশোধন করেছে। নতুন আইনে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি মনে করলেই যে কাউকে শাস্তি দেওয়ার একচ্ছত্র ক্ষমতা দেওয়া হয়েছে। নাগরিকদের গুপ্তচরবৃত্তির বিরুদ্ধে সক্রিয় হওয়ার আহ্বান জানানো হয়।

হিমালয়ের গহিনে চীনের মহা শক্তিধর জলবিদ্যুৎ প্রকল্প ঘিরে রহস্য ও উদ্বেগ

ভার্চুয়াল কাপলিং: তারহীন স্বয়ংক্রিয় ট্রেন-নিয়ন্ত্রণ সিস্টেমের সফল প্রয়োগ চীনের

প্রাচীন চীনা সমাজে বলি হতেন নারী-পুরুষ উভয়ই, তবে ভিন্ন কারণে

কূটনৈতিক উত্তাপ চরমে: সাংহাইয়ের মঞ্চে গানের মাঝখানে থামিয়ে দেওয়া হলো জাপানি শিল্পীকে

হংকংয়ে অগ্নিকাণ্ড: বিতর্কের কেন্দ্রে ভবন নির্মাণে ঐতিহ্যবাহী বাঁশের মাচা

হংকংয়ের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে প্রাণহানি বেড়ে ১২৮

হংকংয়ে আবাসিক কমপ্লেক্সে অগ্নিকাণ্ডে নিহত বেড়ে ৯৪

হংকংয়ের অগ্নিকাণ্ডটি ১০৭ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ, নিহত বেড়ে ৬৫

হংকংয়ে বহুতল আবাসিক ভবনে আগুনে নিহত বেড়ে ৪৪, এখনো নিখোঁজ ২৭৯

‘দায়িত্বজ্ঞানহীন’ পর্যটকের মোমবাতির আগুনে পুড়ল মন্দির