হোম > বিশ্ব > চীন

সিপিসির কংগ্রেস থেকে বের হয়ে গেলেন সাবেক প্রেসিডেন্ট 

অনলাইন ডেস্ক

চীনা কমিউনিস্ট পার্টির (সিপিসি) কংগ্রেস থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বের হয়ে গেছেন চীনের সাবেক প্রেসিডেন্ট হু জিনতাওকে। স্থানীয় সময় আজ শনিবার কংগ্রেসের শেষ দিনে তাঁকে সম্মেলনস্থল থেকে বের হয়ে যায়। ঘটনাস্থলে উপস্থিত বার্তা সংস্থা এএফপির সাংবাদিক বিষয়টি প্রত্যক্ষ করেছেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিষণ্ন চেহারা ৭৯ বছরের হু জিনতাও বেইজিংয়ের গ্রেট হলো আয়োজিত সম্মেলনে পার্টির পলিটব্যুরোর স্ট্যান্ডিং কমিটির সদস্যদের জন্য নির্ধারিত আসনের প্রথম সারিতে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পাশে বসেছিলেন। পরে তাঁকে সেখান থেকে সরে বসতে বলা হলে তিনি সেখান থেকে যেতে অস্বীকার করেন।

হু জিনতাও সেখানে সি চিন পিংয়ের সঙ্গে আলোচনার পর চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াংয়ের সঙ্গেও আলাপ করেন। এরপরই সম্মেলনস্থলে উপস্থিত স্বেচ্ছাসেবকেরা হু জিনতাওকে তাঁর হাত ধরে বের করে নিয়ে যায়। এ সময় হু জিনতাও তাঁর একটি হাত লি কেকিয়াংয়ের কাঁধে ছিল। তবে হু জিনতাও কেন বের হয়ে গেছেন তা এখনো জানা যায়নি। ২০১৩ সালের মার্চ পর্যন্ত চীনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন হু জিনতাও।

এদিকে, চীনের এই কংগ্রেসে বর্তমান প্রেসিডেন্ট সি চিন পিংকে নিয়ম ভেঙে তৃতীয় মেয়াদে চীনের প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক হিসেবেও তাঁকে আবারও দায়িত্ব দেওয়া হতে পারে। আগামী মার্চে সি চীনের প্রেসিডেন্ট হিসেবে তৃতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন। 

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন