অনলাইন ডেস্ক
চীনে শক্তিশালী ভূমিকম্পে অন্তত সাতজনের প্রাণহানি হয়েছে। স্থানীয় সময় সোমবার দক্ষিণ পশ্চিমাঞ্চলে ৬ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প হয় বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন।
প্রাথমিকভাবে দেখা গেছে, সিচুয়ান প্রদেশের বেশ কয়েকটি শহরে ভূমিকম্পের ফলে সৃষ্ট পাহাড়ধসের কারণে ঘরবাড়ির গুরুতর ক্ষতি হয়েছে। কিছু এলাকায় টেলিযোগাযোগ লাইনও বিচ্ছিন্ন হয়ে গেছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল সিচুয়ান প্রদেশের কাংডিং শহরের প্রায় ৪৩ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে।
স্থানীয় বাসিন্দারা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, ‘সিচুয়ান প্রদেশের রাজধানী চেংডু এবং চোংকিংয়েও প্রচণ্ড কম্পন অনুভূত হয়েছে।’
চেংডুর এক বাসিন্দা বলেন, ‘আমি প্রচণ্ড কম্পন অনুভব করেছি। আমার বেশ কয়েকজন প্রতিবেশীও জানিয়েছেন যে, তারাও ভূমিকম্পের সময় কম্পন টের পেয়েছেন।’
এদিকে ভূমিকম্পের পর পরই পাঁচ শতাধিক উদ্ধারকর্মীকে পাঠানো হয়েছে। কাছাকাছি বিভিন্ন এলাকায় ভূমিকম্পের পর বেশ কয়েকবার আফটার শক অনুভূত হয়েছে বলে জানিয়েছে সিজিটিএন।