হোম > বিশ্ব > চীন

পুরুষ কর্মীদের উৎসাহ দিতে নারী কর্মীদের সাজগোজের নির্দেশ দিল চীনা প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

কর্মীদের কাজে মন বসাতে নানা আয়োজন করে থাকে বিভিন্ন কোম্পানি। কাজে মন বসাতে পার্টি-ট্যুরসহ নানা অনুষ্ঠানের প্রচলন রয়েছে। তবে এবার সামনে এসেছে বিচিত্র এক ঘটনা। অফিসে পুরুষ কর্মীদের উৎসাহ দিতে নারী কর্মীদের সাজগোজের নির্দেশ দিয়েছে এক চীনা কোম্পানি। অবাক লাগলেও এমন এক ঘটনার কথা জানিয়েছে সাউথ চায়না মর্নিং পোস্ট। গত বুধবার (২৭ ডিসেম্বর) সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে এ ঘটনা জানানো হয়। 

আজব এ নির্দেশনা দিয়ে রীতিমতো সমালোচনার মুখে পড়েছে কোম্পানিটি। দক্ষিণপূর্ব চীনের শেনজেনের ওই কোম্পানির এক কর্মকর্তা নারী কর্মীদের এমন নির্দেশনা দিলেও পরে বার্তাটি সরিয়ে নেওয়া হয়। বিষয়টিকে তিনি ‘দুষ্টুমি’ উল্লেখ করে ‘ভুল বোঝাবুঝি’ হয়েছে বলে দাবি করেছেন। 

প্রতিবেদনে বলা হয়েছে, গত ৩০ নভেম্বর লু নামের এক নির্বাহী কর্মকর্তা উইচ্যাটে গ্রুপ সদস্যদের সাথে আলোচনা করছিলেন। ওই গ্রুপে পাঁচজন নারী সদস্যও ছিলেন। এক পর্যায়ে তিনি নারী কর্মীদের কসমেটিকস ব্যবহারের জন্য অনুরোধ করেন। 

লু লিখেন, পুরুষ কর্মীদের উৎসাহ দিতে ডিসেম্বর থেকে নারী কর্মীদের সাজগোজের নির্দেশনা দেওয়া হলো। পুরুষ কর্মীরা নারীদের বিকেলে চায়ের জন্য টাকা উঠাবেন। 

লু প্রথমদিকে এমন কথা বললেও বিষয়টি কেউ পাত্তা দেননি। পরে বিষয়টির গুরুত্ব বোঝাতে তিনি বার্তাটি পুনরায় পাঠান। 

একপর্যায়ে তিনি হুমকি দিয়ে বলেন, ‘ম্যাসেজটি দেখামাত্র উত্তর দেওয়ার অনুরোধ করা হলো। অন্যথায় আপনাদের পারফরমেন্স বোনাসকে কেটে রাখা হবে।’

কোম্পানির কর্মকর্তার এমন নির্দেশনা দেওয়ার ম্যাসেজটি একজন ইনফ্লুয়েন্সার অনলাইনে শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ওই ব্যক্তি অফিসটির কোনো কর্মীর বন্ধু ছিলেন। তিনি সামনে আনার পর বিষয়টি নিয়ে স্থানীয় সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশ করা হয়। লুর দাবি, ঘটনাটি গুরুত্বর কোনো ব্যাপার নয়। 

তবে বার্তার বিষয়টি লু অস্বীকার করেননি। বিষয়টিকে তিনি ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘এটা মজার বিষয় ছিল। এরপর বার্তাটি সরিয়ে ফেলা হয়েছে। সবাই জানে এটি এমন কোনো বিষয় নয়।’ 

লুর এমন বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছ। একজন লিখেছেন, ‘নারী কর্মীদের মনোরঞ্জন করতে তিনি কেন পুরুষ কর্মীদের শারিরীক কসরত করতে বললেন না।’

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন