হোম > বিশ্ব > চীন

বোয়িংয়ের ২২৩ উড়োজাহাজের উড্ডয়ন স্থগিত করল চীন

অনলাইন ডেস্ক

চীনের ইস্টার্ন এয়ারলাইনস এবং এর সহযোগী বিমান পরিবহন সংস্থাগুলো বোয়িং ৭৩৭-৮০০ মডেলের ২২৩টি বিমানের উড্ডয়ন আপাতত স্থগিত রেখেছে। গত সপ্তাহের এক দুর্ঘটনায় ইস্টার্ন এয়ারলাইনসের একটি বোয়িং বিমান ১৩২ আরোহী নিয়ে বিধ্বস্ত হওয়ার পরপরই এ সিদ্ধান্ত নেওয়া হলো। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

ইস্টার্ন এয়ারলাইনসের মুখপাত্র লিউ জিয়াওডং বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ইস্টার্ন এয়ারলাইনস ও এর সহযোগী প্রতিষ্ঠানগুলো অস্থায়ীভাবে ২২৩টি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের বিমানের উড্ডয়ন স্থগিত করেছে। ওই বিমানগুলো যাতে নিরাপদে উড়তে পারে তা নিশ্চিত করতেপরিদর্শন ও রক্ষণাবেক্ষণের মধ্য দিয়ে যাচ্ছে।’ 

ইস্টার্ন এয়ারলাইনসের ফ্লাইট ৫৭৩৫ চীনের দক্ষিণাঞ্চলের একটি দুর্গম পাহাড়ি অঞ্চলে বিধ্বস্ত হয়। বিমানটি ১৩২ জন যাত্রী নিয়ে কুনমিং থেকে গুয়াংজুতে যাচ্ছিল। বিগত এক দশকের মধ্যে এটিই চীনের সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা। 

এদিকে গত বুধবার দুর্ঘটনাস্থলে তিন দিন অনুসন্ধান চালিয়েও কাউকে জীবিত উদ্ধার করা যায়নি বলে জানিয়েছেন চীনা তদন্তকারীরা। 

তাঁরা আরও জানিয়েছেন, সোমবারের দুর্ঘটনার কারণ এখনো নির্ণয় করা যায়নি। তবে বুধবার বিমানের ককপিট ভয়েস রেকর্ডার খুঁজে পাওয়ার পর ঘটনাটি কীভাবে ঘটেছিল সে বিষয়ে গুরুত্বপূর্ণ সূত্র পাওয়া যেতে পারে বলে ধারণা করছেন তাঁরা। 

এদিকে বিমানেরে দুটি ‘ব্ল্যাক বক্স’-এর মধ্যে একটি খুঁজে পাওয়া গেলেও আরেকটি এখনো খুঁজে পাননি তদন্তকারীরা। 

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন