চীনে নতুন করে বাড়ছে করোনাভাইরাসের প্রকোপ। এক দিনেই দেশটিতে ১ হাজার ৮০০ জনের বেশি নতুন আক্রান্ত শনাক্ত হয়েছে। এ অবস্থায় বিভিন্ন এলাকায় লকডাউনসহ নানা বিধিনিষেধ আরোপ করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি শুরু হয়েছে গণহারে করোনা পরীক্ষাও।
দেশটির জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, শনিবার (৩ সেপ্টেম্বর) এক দিনেই ১,৮৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৩৮৪ জনের মধ্যে করোনার উপসর্গ দেখা গেছে। আর ১ হাজার ৪৬৪ জনের শরীরে কোনো উপসর্গ পাওয়া যায়নি।
তবে এখন পর্যন্ত নতুন করে কারও করোনায় মৃত্যুর খবর পাওয়া যায়নি। পরিস্থিতি মোকাবিলায় ‘জিরো কোভিড’ নীতি মেনে চলছে চীন। দেশটিতে বর্তমানে ৩৩টি শহর আংশিক কিংবা পুরোপুরি লকডাউনে রয়েছে। আর লকডাউনের আওতায় পড়েছে সাড়ে ৬ কোটির বেশি মানুষ।