অনলাইন ডেস্ক
ইউক্রেনে সংলাপের মাধ্যমে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে চীন। দেশটি বলেছে সব দেশর আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করতে হবে। স্থানীয় সময় আজ বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আরও সৈন্য পাঠানোর ঘোষণা দেওয়ার পরপরই চীন এই প্রতিক্রিয়া ব্যক্ত করে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন নিয়মিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আমরা সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি সংলাপ ও পরামর্শের মাধ্যমে যুদ্ধবিরতির প্রয়োজনীয়তা উপলব্ধির আহ্বান জানাচ্ছি এবং যত শিগগির সম্ভব এমন একটি সমাধান খুঁজে বের করতে হবে যা সংশ্লিষ্ট সকল পক্ষের নিরাপত্তা উদ্বেগকে প্রশমিত করবে।’
চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, ‘আমরা সর্বদা মনে করি যে—সব দেশের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে সম্মান করা উচিত। জাতিসংঘ সনদের উদ্দেশ্য এবং নীতিগুলি মেনে চলা উচিত। সমস্ত দেশের বৈধ নিরাপত্তা উদ্বেগগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া উচিত এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য সহায়ক সমস্ত প্রচেষ্টাকে সমর্থন করা উচিত।’
গত সপ্তাহেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিঙ বলেছিলেন, ‘আমরা সংশ্লিষ্ট সব পক্ষকে সংলাপ এবং আলোচনার মধ্য দিয়ে যুদ্ধবিরতির এমন একটি উপায় বের করতে আহ্বান জানাই যা সংশ্লিষ্ট সকল পক্ষের নিরাপত্তা উদ্বেগকে প্রশমিত করবে।’ তিনি আরও বলেন, ‘আমরা আশা করি যে, বিশ্ব সম্প্রদায় এই বিষয়ে শর্তাবলি এবং নির্ধারণ করবে।’
তবে চীন ইউক্রেন সংকট নিরসনে সংলাপ এবং সব দেশের আঞ্চলিক অখণ্ডতা রক্ষার কথা বললেও ইউক্রেন আক্রমণের বিষয়ে রাশিয়াকে কখনো দোষারোপ করেনি।