হোম > বিশ্ব > চীন

প্রভাবশালী দুই মার্কিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিল চীন

অনলাইন ডেস্ক

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী দুই প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে চীন। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে যাওয়া তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং-ওয়েনের দুটি অনুষ্ঠানের আয়োজক হওয়ার কারণে ক্ষুব্ধ হয়েছে বেইজিং। এর তীব্র নিন্দা জানানো হয়েছে। 

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ শুক্রবার ঘোষণা দিয়েছে, ওয়াশিংটন ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক হাডসন ইনস্টিটিউট এবং ক্যালিফোর্নিয়া ভিত্তিক রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি চীনের কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তির সঙ্গে আর কোনো ধরনের সহযোগিতা, তথ্য বিনিময় বা লেনদেন করতে পারবে না। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সংস্থাগুলোর প্রধানদেরও চীন সফরে নিষেধাজ্ঞা দেওয়া হবে। তাঁরা বেইজিংয়ে কোনো সংস্থা বা ব্যক্তির সঙ্গে লেনদেন বা সহযোগিতা করতে পারবেন না। চীনে কোনো সম্পদ থাকলে সেটিও বাজেয়াপ্ত করা হবে। 

নিষেধাজ্ঞা দেওয়ার কারণ ব্যাখ্যায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, হাডসন ইনস্টিটিউট এবং রিগ্যান লাইব্রেরি তাইওয়ানের প্রেসিডেন্টকে একটি প্ল্যাটফর্ম দিয়েছে, এতে প্রেসিডেন্ট সাইয়ের বিচ্ছিন্নতাবাদী কার্যকলাপকে সহায়তা করা হয়েছে...এটি চীনের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতাকে গুরুতরভাবে ক্ষুণ্ন করে। 

রোনাল্ড রিগ্যান প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি গত বুধবার তাইওয়ানের প্রেসিডেন্ট সাই এবং যুক্তরাষ্ট্রের হাউস স্পিকার কেভিন ম্যাকার্থির মধ্যে একটি বৈঠকের আয়োজন করে। যুক্তরাষ্ট্রের মাটিতে মার্কিন স্পিকারের সঙ্গে তাইওয়ানের প্রেসিডেন্টের এটিই প্রথম সাক্ষাৎ। 

এ ছাড়া গত সপ্তাহে হাডসন ইনস্টিটিউট নিউইয়র্ক শহরে তাইওয়ানের প্রেসিডেন্টকে গ্লোবাল লিডারশিপ অ্যাওয়ার্ড দেয়।

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন