অনলাইন ডেস্ক
চীনে আবারও বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। সরকার কড়া পদক্ষেপ নেওয়ার পরও কোনোভাবেই কমানো যাচ্ছে না সংক্রমণের তীব্রতা। সর্বশেষ স্থানীয় সময় গতকাল রোববার দেশটিতে ২৪ ঘণ্টায় ৩১ হাজার ৭০৯ জন আক্রান্ত হয়েছেন নতুন করে। চীনের ন্যাশনাল হেলথ কমিশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।
তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত রোববার করোনা শনাক্ত হওয়া আক্রান্ত ৩১ হাজার ৭০৯ জনের মধ্যে ৩ হাজার ৪৭৪ জনের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের বিভিন্ন লক্ষণ দেখা দিয়েছে। তবে এই সময়ে কোনো ব্যক্তির মৃত্যু হয়নি। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফিরে গেছেন ১ হাজার ৮৯৩ জন।
ন্যাশনাল হেলথ কমিশন জানিয়েছে, সারা দেশে এখনো ১৬ লাখ মানুষ চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। এদের মধ্যে ১২ হাজার ৬২৪ জনের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা গেছে।
১৪০ কোটির বেশি মানুষের দেশ চীনে এখন পর্যন্ত ৩ লাখ ৪ হাজার ৯৩ জন মানুষ নিশ্চিত করোনা আক্রান্ত হয়েছিলেন। এর মধ্যে মারা গেছেন ৫ হাজার ২৩২ জন। বিপরীতে সুস্থ হয়েছে ২ লাখ ৬৯ হাজার ১১৬ জন।
এদিকে, করোনা সংক্রমণ বাড়তে থাকায় চীনের অনেক এলাকায় নতুন করে লকডাউনসহ নানা বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এবং এর প্রতিবাদে রাস্তায় নেমে বিক্ষোভ করছেন দেশটির সাধারণ জনগণ। তারা চীনের প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পদত্যাগের দাবি তুলেছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভ ক্রমেই ছড়িয়ে পড়ছে। সাংহাইসহ বিভিন্ন শহরে বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের অনেকেই ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। এমনকি অনেকেই প্রকাশ্যে প্রেসিডেন্ট সি চিন পিংয়ের পদত্যাগের দাবি করেছেন। প্রকাশ্যে প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করার নজির চীনে নেই বললেই চলে। বিক্ষোভকারীরা ‘লকডাউন চাই না, স্বাধীনতা চাই’, ‘হয় স্বাধীনতা দাও না হয় মৃত্যু দাও’, ‘সি চিন পিং পদত্যাগ করো, কমিউনিস্ট পার্টি পদত্যাগ করো’ ইত্যাদি নানান স্লোগান দিচ্ছেন।