অনলাইন ডেস্ক
সরাসরি সামরিক মহড়া চালিয়েছে তাইওয়ান। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার তাইওয়ানের সেনাবাহিনী এই মহড়া চালায়। গত বুধবার তাইওয়ানের চারপাশে সরাসরি সপ্তাহব্যাপী সামরিক মহড়া শেষ করার ঘোষণা দেয় চীন। চীনের সামরিক মহড়ার জবাবেই তাইওয়ানের এই মহড়া বলে ধারণা বিশ্লেষকদের।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা গেছে, তাইওয়ানের অষ্টম আর্মি কর্পসের মুখপাত্র লু উওই–জাই বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন—বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে তাইওয়ানের দক্ষিণাঞ্চলের সর্বশেষ প্রান্ত পিংটংয়ে সামরিক মহড়ার অংশ হিসেবে তাইওয়ানের সেনাবাহিনী হাউটজার দিয়ে গোলাবর্ষণ করা হয়।
এ ছাড়া, উপকূলীয় অঞ্চলটিতে তাইওয়ানের বিভিন্ন এলাকা আরও হাউটজার এনে জড় করা হয়। সেই হাউটজারগুলো থেকে সাগরে একের পর এক গোলাবর্ষণ করে। গত মঙ্গলবারও এই অঞ্চলে মহড়া দিয়েছে তাইওয়ান। এতে তাইওয়ান সেনাবাহিনীর কয়েক শ সৈন্য অংশগ্রহণ করে।
এদিকে, তাইওয়ানের সামরিক বাহিনী জানিয়েছে—চীনের সৃষ্ট যুদ্ধ যুদ্ধ খেলায় তাইওয়ান এই মহড়া দেয়নি। মহড়াটি আগে থেকেই নির্ধারণ করা ছিল। এ প্রসঙ্গে লু উওই–জাই বলেন, ‘দুটি উদ্দেশ্য সামনে রেখে আমরা মহড়া দিয়েছি। কামান সঠিক অবস্থায় আছে কি না, তা যাচাই করা, তার রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা।’
চীনের সামরিক বাহিনী বুধবার তাদের মহড়া শেষ করার ঘোষণা দিয়েছে। দেশটি বলছে—তাইওয়ান প্রণালিতে তারা সফলভাবে তাদের কাঙ্ক্ষিত কাজ সফলভাবে শেষ করেছে। দেশটি তাইওয়ানের আশপাশের জলসীমায় নিয়মিত টহল অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছে। কিন্তু একই ঘোষণায় চীন জানিয়েছে-তারা সামরিক প্রশিক্ষণ এবং যুদ্ধের জন্য প্রস্তুতি চালিয়ে যাবে।