অনলাইন ডেস্ক
আফগানিস্তানের তালেবান সরকারকে ৩১ মিলিয়ন ডলার জরুরি সহায়তা দেওয়ার প্রস্তাব দিয়েছে চীন। গতকাল বুধবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফগানিস্তানের প্রতিবেশী দেশ পাকিস্তান, ইরান, তাজিকিস্তান, উজবেকিস্তান, তুর্কেমেনিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকের পর এই সহায়তার প্রস্তাব দেন। এই জরুরি সহায়তার মধ্যে খাদ্য, করোনা ভাইরাসের ভ্যাকসিনও রয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এমনটি বলা হয়েছে।
এর আগে বেইজিং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে আফগান সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে তারা প্রস্তুত।
চীনের পক্ষ থেকে আরও বলা হয়, আফগানিস্তানে শান্তি ফেরানোর জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠন প্রয়োজন ছিল।
গত মঙ্গলবার তালেবানের অন্তর্বর্তীকালীন সরকার ঘোষণা করা হয়।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, তালেবান সরকারকে স্বীকৃতি দেওয়া থেকে এখনো অনেক দূরে তাঁর দেশ। তবে চীন দ্রুত তালেবানকে সমর্থন দিয়েছে।
আফগানিস্তানের নিয়ন্ত্রণে নেওয়ার আগেও গত জুলাইয়ে আফগান প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করে চীন।