Ajker Patrika
হোম > বিশ্ব > চীন

তুলে নেওয়া হলো চীনের চেংডুর লকডাউন

অনলাইন ডেস্ক

তুলে নেওয়া হলো চীনের চেংডুর লকডাউন

চীনের চেংডু শহরে জারি করা লকডাউন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) থেকে কার্যকর হলো এ সিদ্ধান্ত। করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে চীনের অন্যতম বড় শহর চেংডুতে ২ কোটি ১০ লাখের মতো বাসিন্দার ওপর কঠোর বিধিনিষেধ জারি করা হয় গত ১ সেপ্টেম্বর থেকে। 

স্থানীয় কর্তৃপক্ষের একটি বিবৃতি অনুযায়ী, বাসিন্দাদের সপ্তাহে অন্তত একবার ভাইরাস আক্রান্ত হয়েছে কিনা তার জন্য পরীক্ষা করা দরকার। এ ছাড়া জনসমাগমস্থল কিংবা পাবলিক ট্রান্সপোর্টের জন্য ৭২ ঘণ্টার মধ্যে করা পরীক্ষার রিপোর্ট দেখাতে হবে। এ ছাড়া শহরটি বেশ কয়েকটি নতুন নিয়মের মাধ্যমে করোনা প্রতিরোধের ব্যবস্থা জোরদার করা অব্যাহত রাখবে বলে বিজ্ঞপ্তিতে জানা যায়। 
 
বার্তা সংস্থা রয়টার্স জানায়, প্রায় তিন সপ্তাহ লকডাউন এবং অন্যান্য কঠোর নিষেধাজ্ঞার পর সোমবার থেকে পুনরায় স্বাভাবিক জীবন শুরু করতে যাচ্ছে চেংডুর বাসিন্দারা। সোমবার মধ্যরাত থেকে সরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি ও গণপরিবহন পুনরায় চালু হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। 

প্রায় তিন সপ্তাহ লকডাউন এবং অন্যান্য কঠোর নিষেধাজ্ঞার পর সোমবার থেকে পুনরায় স্বাভাবিক জীবন শুরু করতে যাচ্ছে চেংডুর বাসিন্দারা। ছবি: টুইটারচেংডুতে লকডাউন তুলে নেওয়ার কারণে শিক্ষাপ্রতিষ্ঠান ও রেস্টুরেন্টগুলো আবারও চালু হচ্ছে। তবে বহাল থাকবে সি চিনপিং সরকারের জিরো কোভিড নীতি। 

অতি সংক্রামক ওমিক্রন ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণ এবং ছড়িয়ে পড়া বন্ধ করতে লকডাউনসহ বিভিন্ন বিধিনিষেধ আরোপ করে চীন। পরবর্তীতে সাংহাইয়ের বর্ধিত লকডাউনের পরে, জিয়ান, শেনঝেন এবং গুইয়াং শহরগুলোও লকডাউন এবং বিভিন্ন বিধিনিষেধের মধ্য দিয়ে গেছে।

ট্রাম্পের শুল্কনীতিতে উৎপাদনে একচ্ছত্র দখল হারাবে কি চীন

আজ নয়তো কাল আমরা তোমাদের ধরবই, তাইওয়ানকে চীনের হুমকি

চীনের সিচুয়ান প্রদেশে ভয়াবহ ভূমিধস, নিখোঁজ অন্তত ৩০

১৫ বছর পর যুক্তরাষ্ট্র ছেড়ে চীনে ফিরলেন প্রখ্যাত কম্পিউটার বিজ্ঞানী

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি