অনলাইন ডেস্ক
চীনের হেনান প্রদেশের একটি কারখানায় অগ্নিকাণ্ডে ৩৬ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন দুজন। আজ মঙ্গলবার চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সিনহুয়ার বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এএফপি।
এএফপির প্রতিবেদনে বলা হয়ছে, গতকাল সোমবার বিকেল ৪টা ২২ মিনিটে হেনান প্রদেশের আয়াং শহরে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। অগ্নিকাণ্ডের বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য জানানো হয়নি।
স্থানীয় কর্তৃপক্ষে জানিয়েছে, এটি নিছক দুর্ঘটনা নাকি ইচ্ছাকৃতভাবে ঘটানো হয়েছে, তা নিশ্চিত নয়। এ ঘটনায় সন্দেহভাজন কয়েকজন অপরাধীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের মার্চে চীনের ইয়ানচেঙের একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ৭৮ জনের মৃত্যু হয়। এছাড়া ২০১৫ সালে উত্তরাঞ্চলীয় তিয়ানজিনে একটি রাসায়নিক ওয়ারহাউজে বিস্ফোরণে মৃত্যু হয় ১৬৫ জনের।