হোম > বিশ্ব > চীন

মারা গেছেন চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন 

অনলাইন ডেস্ক

চীনের সাবেক প্রেসিডেন্ট জিয়াং জেমিন মারা গেছেন। স্থানীয় সময় আজ বুধবার তিয়ানানমেন স্কয়ার আন্দোলনের পর ক্ষমতায় আসা এই প্রেসিডেন্ট ৯৬ বছর বয়সে মারা গেছেন। চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছ, স্থানীয় সময় আজ দুপুর ১২টার একটু পরপরই সাংহাইয়ে মারা গেছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

চীনের কমিউনিস্ট পার্টি এক বিবৃতিতে জানিয়েছে, জিয়াং জেমিন লিউকোমিয়ায় আক্রান্ত ছিলেন এবং তাঁর শরীরে বেশ কয়েকটি অঙ্গ কাজ করছিল না। বিবৃতিতে বলা হয়েছে, তিনি একজন অসামান্য নেতা এবং দীর্ঘদিনের পরীক্ষিত কমিউনিস্ট যোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন। জিয়াং জেমিন এমন এক সময়ে মারা গেলেন, যখন দেশটিতে কোভিড আইন বিরোধী বিক্ষোভ তীব্র আকার ধারণ করেছে।

জিয়াং জেমিন নতুন চীনের রূপকারদের একজন। তিনি এমন এক সময়ে দেশটির প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন যখন চীন বিশ্বের কাছে নিজেকে ব্যাপকভাবে উন্মুক্ত করেছে এবং দ্রুত গতিতে দেশটির অর্থনীতি এগিয়ে যাচ্ছিল।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভি বেইজিংয়ের তিয়ানানমেন স্কয়ার ও এর আশপাশে বিক্ষোভকারীদের ওপর ১৯৮৯ সালে বিদ্রোহ দমনে তাঁর ভূমিকার প্রশংসা করেছে। সম্প্রচারমাধ্যমটি বলেছে, ‘১৯৮৯ সালের বসন্ত ও গ্রীষ্মে চীনে গুরুতর রাজনৈতিক অস্থিরতার সময়ে কমরেড জিয়াং জেমিন অস্থিরতাকে দারুণভাবে নিয়ন্ত্রণ করেছেন, সমাজতান্ত্রিক রাষ্ট্র রক্ষায় এবং জনগণের মৌলিক স্বার্থ রক্ষার জন্য পার্টির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তকে সমর্থন ও বাস্তবায়ন করেছিলেন।’

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন