অনলাইন ডেস্ক
সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের ‘আপসের সুযোগ নেই’। তবে তাইপে তাইওয়ান প্রণালিতে শান্তি বজায় রাখতে ‘উভয় পক্ষের কাছে গ্রহণযোগ্য উপায়’ খুঁজে বের করতে চীনের সঙ্গে কাজ করতে আগ্রহী বলে জানিয়েছেন তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং–ওয়েন। স্থানীয় সময় আজ সোমবার তিনি এ কথা বলেছেন।
মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএন নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সাই ইং-ওয়েন বলেছেন, ‘তাইওয়ানের জনগণের ঐকমত্য, আমাদের সার্বভৌমত্ব এবং আমাদের স্বাধীন ও গণতান্ত্রিক জীবনধারা রক্ষা করার বিষয়ে আপস করার কোনো অবকাশ নেই।’
সাই ইং-ওয়েন আরও বলেন, ‘আমি বেইজিং কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাই যে আন্তপ্রণালি সম্পর্কের নির্মাণে যুদ্ধ কোনো বিকল্প হতে পারে না। সার্বভৌমত্ব, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতি তাইওয়ানের জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করার মাধ্যমেই কেবল আমরা তাইওয়ান প্রণালিতে পুনরায় ইতিবাচক সম্পর্ক শুরু করতে পারি।’
চলতি বছরের আগস্ট মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেনটেটিভসের স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর চীনের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং তাইওয়ানের সম্পর্কের অবনতি হয়। চীন তাইওয়ান প্রণালিতে যুদ্ধবিমান, যুদ্ধজাহাজ পাঠিয়ে তাইওয়ানের চারপাশে সমরশক্তি প্রদর্শন করে।
প্রায় ২ কোটি ৩০ লাখ জনবসতির ভূখণ্ড তাইওয়ান চীনের মূল ভূখণ্ডের মাত্র ১৭৭ কিলোমিটার দূরে অবস্থিত। বিগত ৭০ বছর ধরেই তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে আসছে।