হোম > বিশ্ব > চীন

অরুণাচল সীমান্তে হেলিপোর্ট নির্মাণ করছে চীন

অনলাইন ডেস্ক

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় অরুণাচল প্রদেশের সংবেদনশীল ‘ফিশটেইল’ বা ভারতের ভেতরে ঢুকে যাওয়া একটি অঞ্চলের কাছে একটি নতুন হেলিপোর্ট নির্মাণ করছে চীন। উভয় দেশের প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে ২০ কিলোমিটার পূর্বে এটি তৈরি করা হচ্ছে। নির্মাণকাজ শেষ হলে খুব সহজেই সেখান থেকে সামরিক কর্মকাণ্ড পরিচালনায় সক্ষম হবে চীনা সশস্ত্র বাহিনী (পিএলএ)। উপগ্রহচিত্রের তথ্য তুলে ধরে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, এ ঘটনায় অরুণাচল নিয়ে নতুন করে চাপের মুখে পড়তে পারে দিল্লি। 

সম্প্রতি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র দুজনেই দাবি করেছিলেন, দুই দেশের সীমান্ত সমস্যার অনেকটাই সুরাহা হয়েছে। এর মধ্যেই প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে চীনের হেলিপোর্ট নির্মাণের খবর সামনে এল। 

ভারতীয় সংবাদমাধ্যম দ্য ওয়ালের খবরে বলা হয়, ভারত-চীন সীমান্তের এই দুর্গম এলাকায় এখন পর্যন্ত ভালো কোনো যোগাযোগব্যবস্থা নেই। ফলে স্থাপনাটির নির্মাণকাজ শেষ হলে চীনা প্রতিরক্ষা বাহিনীর পক্ষে দ্রুত সেনা মোতায়েন, যুদ্ধাস্ত্র ও অন্যান্য রসদ সরবরাহ অনেক দ্রুত এবং সহজ হবে। 

চীন অধিকৃত তিব্বত স্বশাসিত অঞ্চলের নাইয়িংচি এলাকার গোঙ্গরিগাবু কু নদী তীরবর্তী পাহাড়ি উপত্যকায় এই হেলিপোর্ট নির্মাণ করা হচ্ছে। উপগ্রহ চিত্র বিশ্লেষণে দেখা গেছে, ২০২৩ সালের ১ ডিসেম্বর পর্যন্ত সেখানে কোনো নির্মাণকাজ হয়নি। জায়গাটি ফাঁকা ছিল। ৩১ ডিসেম্বরের ছবিতে দেখা যায়, জায়গাটি ফাঁকা করে ফেলা হয়েছে। ১৬ সেপ্টেম্বর পাওয়া ছবিতে দেখা যাচ্ছে, হেলিপোর্টের কাজ অনেকটাই এগিয়েছে। 

জানা গেছে, ৬০০ মিটার রানওয়ে তৈরি হচ্ছে, যেখানে হেলিকপ্টার উড্ডয়ন করতে পারবে। অন্তত তিনটি হ্যাঙার রয়েছে। রয়েছে একটি অ্যাপ্রন এরিয়া, যেখানে হেলিকপ্টার পজিশন নিতে পারবে। থাকছে একটি এয়ার ট্রাফিক কন্ট্রোলসহ বেশ কয়েকটি বাড়িঘর। 

ভূক্ষেত্র বিশেষজ্ঞ অর্থাৎ কোনো বিশেষ অঞ্চলের উপগ্রহ ছবি বিশ্লেষক ডেমিয়েন সাইমন প্রথম চীনের এই পদক্ষেপ লক্ষ করেন। তাঁর মতে, এই নতুন হেলিপোর্ট নির্মাণ হলে চীনা লাল ফৌজ বা পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) পক্ষে গোয়েন্দা তথ্য সংগ্রহে অনেক সুবিধা হবে। তাদের জন্য নজরদারিসহ সেনা মোতায়েন আরও সহজ হবে। 

ডেমিয়েন সাইমন বলেন, হেলিপোর্ট নির্মাণের ফলে দুর্গম ও জনবসতিহীন ওই এলাকায় যুদ্ধকৌশলের দিক থেকে এগিয়ে থাকবে পিএলএ। ভারতের সেনা সূত্র বলছে, ওই নির্মাণকাজ যে প্রতিরক্ষাসংক্রান্ত, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই।

বুনো শূকরের বিরুদ্ধে কেন যুদ্ধ ঘোষণা করল চীন

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ১২৬, আহত ১৮৮

তিব্বতে ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ৯৫, আহত ১৩০

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৫৩

ব্রহ্মপুত্রের বাঁধ বাংলাদেশ-ভারতের কোনো ক্ষতি করবে না: চীন

চীন-তাইওয়ান একীকরণ ঠেকাতে পারবে না কেউ, বছরের শেষ হুমকি দিলেন সি

চীনে সহপাঠীকে হত্যার দায়ে কিশোরের যাবজ্জীবন কারাদণ্ড

সন্তান নেওয়ার জন্য বাড়ি বাড়ি ফোন করছে চীন সরকার

চীনের নতুন ডিজাইনের দুই স্টিলথ যুদ্ধবিমানের ছবি নিয়ে জল্পনা

ব্রহ্মপুত্রে বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ বানাচ্ছে চীন, প্রভাব পড়বে ভারত–বাংলাদেশেও

সেকশন